
ছবি: আপন দেশ
নেত্রকোনার কেন্দুয়ায় জামায়াতের একটি সভায় হামলার ঘটনা ঘটেছে। এ হামলার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের সভাপতি হাবিবুর রহমান হুবুল ও তার লোকজনের বিরুদ্ধে। হামলায় জামায়াতের তিনজন আহত হয়েছেন।
জানা গেছে, হামলায় যুবদলের প্রায় ১৫ থেকে ২০ জন নেতাকর্মী অংশ নেয়।
শুক্রবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার সান্দিকোনা বাজারে এ ঘটনা ঘটে। সেখানে উপজেলা জামায়াতের নির্বাচন বিভাগের সভা চলছিল। স্থানীয় সূত্র জানায়, সভা শুরুর কিছুক্ষণ পর যুবদলের সভাপতি হাবিবুর রহমান হবুলের নেতৃত্বে ১৫-২০ জন সশস্ত্র অবস্থায় সভায় হামলা করে।
হামলায় যারা আহত হন- ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাজহারুল ইসলাম শামীম, জামায়াত কর্মী শাহীন মিয়া, জামায়াত কর্মী নয়ন মিয়া।
আরও পড়ুন>>>‘কোনো দলের অভিসন্ধির কাছে মাথা নত করবে না বিএনপি’
আহত শামীমকে প্রথমে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাদেকুর রহমান বলেন, জামায়াতের শান্তিপূর্ণ কর্মসূচিতে যুবদলের নেতাকর্মীরা হকিস্টিক, রড, বাঁশের লাঠি দিয়ে হামলা করে। এটি একটি ন্যক্কারজনক ঘটনা।
অন্যদিকে, যুবদল সভাপতি হাবিবুর রহমান হুবুল বলেন, জামায়াতের নেতারা তাদের দোকানের পাশে বসে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে তাদের দলের বিরুদ্ধে উসকানিমূলক কথা বলছিলেন। তিনি দাবি করেন, যুবদল ও ছাত্রদলের কয়েকজন প্রতিবাদ করতে গেলে জামায়াত কর্মীরা তাদের ওপর হামলা করে। এতে তিনিওসহ যুবদলের আরও দুজন আহত হন। পরে দু’পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হিলালি বলেন, জামায়াতের মিটিংয়ে বিএনপির বিরুদ্ধে কথা হচ্ছিল। এ নিয়ে বাগ্বিতণ্ডা শুরু হয় ও এক পর্যায়ে মারামারি হয়।
সভায় হামলার প্রতিবাদে শনিবার দুপুরে উপজেলা শহরে বিক্ষোভ মিছিল করে জামায়াত। বিক্ষোভ থেকে তারা হামলাকারীদের বিচার দাবি করে।
এ ঘটনার নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা জামায়াত। বিবৃতিতে বলা হয়, বিএনপি ক্ষমতায় না গিয়েই স্বৈরাচারীর মতো আচরণ করছে। তারা আরও বলে, এ ঘটনা প্রমাণ করে এ দেশের মানুষ বিএনপির কাছে নিরাপদ নয়। তারা দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। একই সঙ্গে বিএনপি নেতাদের সুষ্ঠু ধারার রাজনীতিতে ফিরে আসার আহবান জানানো হয়।
কেন্দুয়া থানার ওসি মো. মিজানুর রহমান জানান, জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের বিষয়টি সত্য। জামায়াতের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।