Apan Desh | আপন দেশ

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৮ মার্চ ২০২৫

সাপ্তাহিক দরপতনের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড

ফাইল ছবি

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড। ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে (২ মার্চ থেকে ৬ মার্চ) এস আলম কোল্ড রোল্ডের শেয়ারদর কমেছে ১৪ দশমিক ৮৩ শতাংশ। কোম্পানিটির শেয়ারের মূল্য কমেছে ৩ টাকা ৫০ পয়সা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৫ টাকা ৪০ পয়সা।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড শেয়ারদর কমেছে ১৩ দশমিক ১৫ শতাংশ। কোম্পানিটির শেয়ারের দাম কমেছে ৩ টাকা ৩০ পয়সা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- হামিদ ফেব্রিকস, মিডল্যান্ড ব্যাংক, রিজেন্ট টেক্সটাইলস, জুট স্পিনার্স, নিউ লাইন ক্লোথস, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ান এবং ইয়াকিন পলিমার।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়