Apan Desh | আপন দেশ

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৮, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ১৫:৩০, ২ ফেব্রুয়ারি ২০২৫

লেনদেনের শীর্ষে বিচ হ্যাচারি

ছবি: আপন দেশ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (০২ ফেব্রুয়ারি) বিচ হ্যাচারির ১৫ কোটি ২৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।


লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সিটি ব্যাংকের আজ ১০ কোটি ৯১ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১০ কোটি ২৭ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে গ্রামীণফোন।

এদিন লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সেন্ট্রাল ফার্মা, ব্র্যাক ব্যাংক, আইটিসি, অগ্নি সিস্টেমস, এনআরবি ব্যাংক, খুলনা প্রিন্টিং এবং খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়