Apan Desh | আপন দেশ

রাইডার্স শিবিরে হতাশা, হোঁচট খাচ্ছে রংপুর

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৪১, ১২ জানুয়ারি ২০২৬

রাইডার্স শিবিরে হতাশা, হোঁচট খাচ্ছে রংপুর

ছবি: আপন দেশ

ছন্দ হারিয়েছে রংপুর রাইডার্স। টানা দুই ম্যাচ হারের পর সিলেট টাইটান্সের বিপক্ষেও একই চিত্র। মঈন আলী ও নাসুম আহমেদের নেতৃত্বাধীন বোলিং আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি ফ্রাঞ্চাইজিটি। আসরে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই নজর কেড়েছেন পেসার শহিদুল ইসলাম।

সোমবার (১২ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে সিলেট টাইটান্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ প্রথমে ফিল্ডিং নেয়ার সিদ্ধান্ত নেন। বোলিংয়ে দারুণ শুরু করে সিলেটের এ দলটি। মঈন আলীর করা প্রথম ওভারটি ছিল মেডেন। পরের ওভারের চতুর্থ বলেই কাইল মেয়ার্সকে ফেরেন নাসুম। 

আরও পড়ুন<<>>বিপিএল খেলে বাবা-ছেলের ইতিহাস

এরপর ব্যাটিং লাইনআপ সামাল দেয়ার চেষ্টা করেন লিটন দাস। চারটি চার মেরে ১২ বলে ২২ রান করলেও বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। খুশদিল শাহ করেন ২৪ বলে ৩০ রান, আর ইফতিখার আহমেদের ব্যাট থেকে আসে ২০ বলে ১৭। এ তিনজন ছাড়া আর কেউই দাঁড়াতে পারেননি।

তবে শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদ একাই লড়াই চালান। ২৪ বলে ২৯ রান করে তিনি আউট হলে সঙ্গে ইনিংসেরও ইতি ঘটে। পুরো দল গুটিয়ে যায় ১৯.১ ওভারে মাত্র ১১৪ রানে।

বোলিংয়ে সিলেটের হয়ে দুর্দান্ত বোলিং করেন নাসুম আহমেদ ও শহিদুল ইসলাম। দুজনই তিনটি করে উইকেট নেন। নাসুম খরচ করেন ১৯ রান, শহিদুল ৩৬। এদিন মঈন আলী ছিলেন আরও কিপটে। তিনি ৮ রানে দুটি উইকেট শিকার করেন। অধিনায়ক মিরাজ নিজেও ২ ওভার বল করে দেন ১৫ রান।

১১৫ রানের জবাবে ব্যাট করতে নামে সিলেট। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে সিলেটের সংগ্রহ দাঁড়ায় ৭০ রানে। তৌফিক খান ২২ বলে ৩৩ রানে সুফিয়ানের বলে আউট হন। 

বুঝে শুনে ব্যাট চালাতে থাকেন পারভেজ ইমন ও আরিফুল ইসলাম জনি। শেষ পর্যন্ত ১৭ ওভার ৩ বলে ৪ উইকেট হারিয়ে সহজ লক্ষ্যে পৌছে যায় সিলেট।

পারভেজ ইমন ৫২ রানের একটি দায়িত্বশীল ইনিংস খেলেন। এ ছাড়া আরিফুল ইসলাম জনি করেন ২১, আফিফ হোসেন করেন ১২ রান।

রংপুরের হয়ে দুইটি উইকেট সংগ্রহ করেন নাহিদ রানা। একটি করে উইকেট পান নাইন ও সুফিয়ান।

আপন দেশ/এসএস
 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়