Apan Desh | আপন দেশ

নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেছে: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৪, ১২ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৮:২৫, ১২ জানুয়ারি ২০২৬

নির্বাচনের ট্রেন ট্রাকে উঠে গেছে: বদিউল আলম

ছবি: আপন দেশ

নির্বাচন নিয়ে শঙ্কা আছে, কিন্তু নির্বাচনের ট্রেন ট্রাকের মধ্যে উঠে পড়েছে। রাজনীতিবিদ ও তাদের মনোনীত প্রার্থীরা ছাড়া এটাকে ট্রাকচ্যুত করা যাবে না । তারা যদি সদাচরণ করে তাহলে মনে হয় নির্বাচন নিয়ে কোনো ঝুঁকি থাকবে না, শঙ্কা থাকবে না বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিকের (সুজন) কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদার। 

সোমবার (১২ জানুয়ারি) বরিশালে জুলাই অভ্যুত্থান আকাঙ্ক্ষা, সংস্কার ও নির্বাচনী ইশতেহার শীর্ষক বিভাগীয় সংলাপের উদ্দেশ্য বর্ণনা দিতে গিয়ে প্রধান আলোচকের বক্তৃতায় তিনি এসব কথা বলেন। নগরীর সদর রোডের বিডিএস মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) বরিশাল জেলা ও মহানগর কমিটি এ সংলাপ আয়োজন করে।

কবি রবীন্দ্রনাথের একটি গানের লাইনের সঙ্গে মিল রেখে বদিউল আলম মজুমদার বলেন, তোরা যে যা বলিস ভাই আমার এমপি হওয়া চাই’ ওই মানসিকতা থেকে বেরিয়ে আসলে তবে আমরা আশা করতে পারি একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। আর আমাদের ট্রেনটা রেলস্টেশনে পৌঁছাবে। 

আরও পড়ুন<<>>প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪১ জন

তিনি আরও বলেন, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে একটি বড়ো বাঁধা হচ্ছে আমাদের নির্বাচনী অঙ্গন অপরিচ্ছন্ন। নির্বাচনী অঙ্গনে অনেক অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা প্রবেশ করেছে। সুস্পষ্টভাবে বলতে গেলে আমাদের নির্বাচনী অঙ্গনে অনেক দুর্বৃত্ত ঢুকে গেছে। একই সঙ্গে আমাদের রাজনৈতিক অঙ্গনও কলুষিত। যত অন্যায় অবিচার হয় তা রাজনৈতিক ছত্রছায়ায় হয়। আর বড়ো বড়ো দুর্নীতি হয় বড়ো বড়ো আমলা ব্যবসায়ী ও রাজনীতিবিদদের জোকসাজসে। তাই নির্বাচন অঙ্গনকে পরিষ্কার করা দরকার। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক অঙ্গনকেও পরিচ্ছন্ন করা দরকার বলে মনে করেন তিনি।

সুজন সম্পাদক বলেন, নির্বাচনী ও রাজনৈতিক অঙ্গনে যে দুর্বৃত্ত তার চালিকাশক্তি হচ্ছে কালো টাকা। এ টাকার প্রভাব ও আমাদের দূরীভূত করা দরকার। এটা দূরীভূত করতে হলে নির্বাচনী অঙ্গন, রাজনৈতিক অঙ্গন পরিচ্ছন্ন করতে হলে অনেকগুলো সংস্কার দরকার। অনেকগুলো আইনি কাঠামোতে পরিবর্তন আনা দরকার।

নির্বাচন কমিশন নিয়ে বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন কমিশনকে গঠন করা হয়েছে সাংবিধানিক স্বাধীনভাবে। আর এর দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা। কিন্তু অতীতে দেখা গেছে, নির্বাচন কমিশন পক্ষপাতিত্বভাবে গঠন করা হয়েছে। তারা আমাদের নির্বাচনকে নির্বাসনে পাঠিয়ে দিয়েছে। গত ১৬ বছর আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছি। এর জন্য আমাদের নির্বাচন কমিশনের সংস্কার দরকার, নির্বাচন কমিশনকে শক্তিশালী ও কার্যকর করা দরকার। তাহলেই সুষ্ঠু নির্বাচনের পথ সুগম হবে।

এর আগে, সকাল ১০টায় শুরু হওয়া এ সংলাপে বরিশাল বিভাগের বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী, নাগরিক সমাজ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়