Apan Desh | আপন দেশ

ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:১৮, ১২ জানুয়ারি ২০২৬

ক্রীড়া উপদেষ্টার দেয়া বক্তব্য আইসিসির সরাসরি কোনো জবাব নয়: উপ-প্রেস সচিব

ফাইল ছবি

বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ ইস্যুতে আইসিসি তিনটি নিরাপত্তা আশঙ্কার কথা জানিয়েছে বলে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল যে বক্তব্য দিয়েছেন, তার একটি ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আজাদ মজুমদার।

তিনি একটি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ক্রীড়া উপদেষ্টা আইসিসির যোগাযোগের যে কথা বলেছেন, সেটা আসলে ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে হুমকি পর্যালোচনায় আইসিসির একটি আন্তঃবিভাগীয় একটি নোট।

বাংলাদেশ ক্রিকেট টিমের ম্যাচগুলো ভারতের বাইরে নিয়ে যেতে যে অনুরোধ করেছে বাংলাদেশ, তার জবাবে আইসিসির পাঠানো কোনো জবাব নয়, জানিয়েছেন উপ প্রেস সচিব আজাদ মজুমদার। 

আরও পড়ুন<<>>ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল

এর আগে একটি সংবাদ সম্মেলনে বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেছিলেন, আইসিসি’র সিকিউরিটি দায়িত্বে যারা আছেন, তারা একটি চিঠি দিয়ে জানিয়েছেন যে তিনটি জিনিস হলে বাংলাদেশের নিরাপত্তা আশঙ্কা বাড়বে।

একটি হচ্ছে, বাংলাদেশ টিমে যদি মোস্তাফিজ অন্তর্ভূক্ত হয়। দুই হচ্ছে, বাংলাদেশ দলের যে সমর্থকরা আছে, তারা যদি বাংলাদেশের জাতীয় দলের জার্সি পরে ঘোরাফেরা করে। আর থার্ড হচ্ছে, ইলেকশন যতো এগিয়ে আসবে ততো নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে, বলেন আসিফ নজরুল।

তবে আসিফ নজরুল সংবাদ সম্মেলনে এ দাবি করলেও বক্তব্যের এক পর্যায়ে বলেন যে বাংলাদেশ আইসিসিকে চিঠি দেয়ার পর আইসিসির উত্তরের প্রত্যাশা করছে।

আমরা দুইটা চিঠি দিয়েছি, চিঠি দেয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি, জানান আসিফ নজরুল।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মাতারবাড়ি তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ড সব রেকর্ড ভেঙে স্বর্ণের দামে ইতিহাস ভোট ডাকাতির সঙ্গে জড়িতদের চেহারা সামনে আনতে হবে: প্রধান উপদেষ্টা নির্বাচন বানচালের অপচেষ্টা চালাচ্ছে দেশবিরোধী শক্তি: মির্জা আব্বাস ভারতের কোনো ভেন্যুতেই খেলবে না বাংলাদেশ: আসিফ নজরুল ফরিদপুরে ট্রেন-পিকআপে সংঘর্ষ, দুই ভাইসহ নিহত ৩ ‘নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ’ এলপি গ্যাস আমদানিতে ঋণ নিয়ে সুখবর চুয়াডাঙ্গায় টানা ২ সপ্তাহ ধরে শৈত্যপ্রবাহ, বিপর্যস্ত জনজীবন স্কুলছাত্রী হত্যার ঘটনায় হোটেলকর্মী গ্রেফতার বিক্ষোভে উত্তাল ইরান, নিহত বেড়ে ৫৪৩ নাটক জমিয়ে সুপার কাপ জিতল বার্সেলোনা