Apan Desh | আপন দেশ

তিন রানে পুড়লো হৃদয়, শান্ত ঝড়ে রংপুরের হার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৫, ১১ জানুয়ারি ২০২৬

তিন রানে পুড়লো হৃদয়, শান্ত ঝড়ে রংপুরের হার

ছবি: আপন দেশ

রংপুর–রাজশাহী ম্যাচটি শুরু থেকেই উত্তেজনাপূর্ণ ছিল। বিপিএলের দ্বাদশ আসরের ২১তম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং বেছে নেয় রাজশাহী। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল রংপুর।

ওপেনিংয়ে তাওহীদ হৃদয় ও কাইল মেয়ার্স ভালো শুরু এনে দেন। তবে মেয়ার্স ৬ বলে ৮ রান করে ফিরলে চাপ কিছুটা বাড়ে। এরপর লিটন দাস ১৪ বলে ১১ ও ইফতিখার আহমেদ ১৫ বলে ৮ রান করেন। দুজনের দ্রুত বিদায়ে রংপুরের রান গতি কিছুটা কমে যায়। তখন এক প্রান্ত আগলে রাখেন হৃদয়।

এরপর খুশদিলের সঙ্গে জুটি গড়েন হৃদয়। দুজনে মিলে ইনিংসের গতি ফেরান। সন্দীপ লামিচানে ও তানজিম হাসান সাকিব ভালো বোলিং করেন। কিন্তু শেষ দিকে রাজশাহীর তাদের ছন্দ ধরে রাখতে পারেনি। বিশেষ করে রিপন মণ্ডলের ১৯তম ওভারে আসে ২৮ রান, যা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। 

আরও পড়ুন<<>>বিগ ব্যাশে দুর্দান্ত রিশাদদের হোবার্ট প্লে-অফে

শেষ ওভারে খুশদিল ২৯ বলে ৪৪ রান করে আউট হলেও হৃদয় ক্রিজে থাকেন। শেষ বলে রান নিতে না পারলেও ৫৬ বলে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেন তিনি। তাতে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। 

২০ ওভারে ৪ উইকেটে রংপুর তোলে ১৭৮ রান। রাজশাহীর হয়ে তানজিম, রিপন, জিমি নিশাম ও সন্দীপ লামিচানে নেন একটি করে উইকেট।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় রাজশাহী। মাত্র ১৩ রানেই তামিম ফিরে যান। তবে এরপর মোহাম্মদ ওয়াসিম ও অধিনায়ক শান্ত ইনিংস সামাল দেন। দুজনে দলকে শক্ত ভিত গড়েন।

শান্ত খেলেন দারুণ এক ইনিংস। ৪২ বলে ৭৬ রান করেন তিনি। মোস্তাফিজের বলে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে দলকে তিনি জয়ের কাছাকাছি রেখে যান। এরপর জিমি নিশাম মাত্র ২ বলে ১ রান করে আউট হন। তারপরও আটকে রাখা যায়নি রাজশাহীকে।

শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় ২০তম ওভারে। ওভারের প্রথম বলেই সিঙ্গেল নিয়ে জয়ের বন্দরে পৌছায় রাজশাহী । ওয়াসিম অপরাজিত থাকেন ৮৭ রানে।

রংপুরের বড় সংগ্রহ সত্ত্বেও শেষ হাসি হাসে রাজশাহী। হৃদয়ের ৯৭ রানের লড়াকু ইনিংস তিন রানের আক্ষেপে শেষ হলেও শান্তর ঝোড়ো ব্যাটিংয়ে জয় তুলে নেয় রাজশাহী ওয়ারিয়র্স।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সিলেট থেকেই শুরু হচ্ছে তারেক রহমানের নির্বাচনী প্রচার প্রশ্নফাঁসের প্রমাণ মিললে পরীক্ষা বাতিল করা হবে: ডিজি উত্তেজনার মাঝেই ভারতে আম্পায়ারের দায়িত্বে বাংলাদেশের শরফুদ্দৌলা স্বৈরাচারের দোসররা ভোট ভন্ডুলের চেষ্টা করবে: প্রধান উপদেষ্টা আপিলের দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন ৫৭ জন নির্বাচন নিয়ে নিরপেক্ষ পর্যবেক্ষণ তুলে ধরবে ইইউ আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি শিশু নিহত সিরিয়ায় আইএস নির্মূলে যুক্তরাষ্ট্রের ব্যাপক বিমান হামলা বায়ুদূষণে ‘বিশ্বসেরা’ শহর ঢাকা বিক্ষোভ দমনে কঠোর ইরান, ব্যাপক হতাহতের আশঙ্কা নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, জেনে নিন বাজারদর শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা ‘ওআইসি রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব নিয়ে কোনো আপস নয়’