ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশে দুর্দান্ত পারফরম্যন্স প্রদর্শন করে চলেছেন বাংলাদেশি স্পিনার রিশাদ হোসেন। সবার আগে তার দল হোবার্ট হারিকেনস প্লে-অফ নিশ্চিত করেছে। তবে তাদের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) সিডনি সিক্সার্সের বিপক্ষে হোবার্টের ম্যাচটি শেষ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করা হয়। ম্যাচ শুরুর পর টানা বৃষ্টিতে খেলা আর মাঠে গড়ায়নি।
এর আগে সিডনির শক্তিশালী ওপেনিং জুটি স্টিভ স্মিথ ও বাবর আজম প্রথম পাঁচ ওভারে ৩২ রান তুলেছিলেন। এরপর বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরে সেটা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে সফল স্পিনার রিশাদ হোসেন এ ম্যাচে বল করার সুযোগই পাননি। ৯ ম্যাচে তার উইকেট সংখ্যা ১১।
ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দুই দলই একটি করে পয়েন্ট পেয়েছে। এতে ৯ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে একটি ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেনস।
বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা হোবার্ট তাদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার ব্রিসবেন হিটের মুখোমুখি হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































