ছবি : আপন দেশ
জমকালো আয়োজনে ‘এ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীল ৪র্থ বিজয় দিবস স্কোয়াশ প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের খেলা শুরু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) বসুন্ধরা স্পোর্টস সিটির আইইউবি এবং আর্মি অফিসার মেস স্কোয়াশ কমপ্লেক্সে চার দিনব্যাপী এ প্রতিযোগিতা। এর আগে ট্রফি উন্মোচন ও মিট দা প্রেসের পাশাপাশি জর্সি উন্মোচন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মেজর ইমরোজ আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব জাবেদুর রহমান রানা ও এলিট গ্রুপের অন্যতম পরিচালক শায়ান সিরাজ।
সেনাবাহিনীসহ ২৬টি ক্লাব/প্রতিষ্ঠানের ১৫০ জন খেলোয়াড় নিয়ে দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রথম পর্ব থেকে নয় গ্রুপে বাছাই করা ৮০ জন খেলোয়াড় (পুরুষ ৫০ ও মেয়ে ৩০ জন) নিয়ে চূড়ান্ত পর্ব সাজানো হয়েছে।
আরও পড়ুন<<>>সৌদির লোভনীয় প্রস্তাবে বিসিবির না
গ্রুপগুলো হল উন্মুক্ত পুরুষ, মহিলা ও মেম্বার (ক্লাব মেম্বার, অফিসার, শিক্ষক, বিশ্ব বিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী) অনুর্ধ ১১, ১৩ ও ১৫ ছেলে ও মেয়ে।
চার দিন ব্যাপী প্রতিযোগীতার মুল খেলা বসুন্ধরা স্পোর্টস সিটিতে এবং কিছু খেলা আই ইউ বি ও আর্মি অফিসার্স মেসে অনুষ্ঠিত হবে। ২৪ ডিসেম্বর বিকেল ৩টার বসুন্ধরা স্পোর্টস সিটিতে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হবে। এ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীল এ প্রতিযোগীতার টাইটেল স্পনসর এর পাশাপাশি ইস্ট ওয়েস্ট কমিউনিকেশন এ প্রতিযোগীতার মিডিয়া পার্টানার এবং এস এ গ্রুপ ড্রিঙ্কস্ পার্টানার।
উদ্বোধনী অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারন সম্পাদক ব্রিগেডিয়ার জেনারেল জি এম কামরুল ইসলাম, বসুন্ধরা স্পোর্টস সিটি মহাব্যবস্থাপক মেজর মোহাসিন করিম (অব:)-সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, এ্যাকোয়া পেইন্টস ও এলিট স্টীলের কর্মকর্তাগন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































