অনূর্ধ্ব-২১ হকি বিশ্বকাপের ’চ্যালেঞ্জার ট্রফি জয়ের পর বাংলাদেশ দলের উল্লাস : ছবি হকি ফেডারেশন
নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সাফল্য অর্জন করেছে বাংলাদেশের হকি। অনূর্ধ্ব-২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই 'চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন' হয়েছে লাল সবুজের যুবারা। ৯ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রিয়াকে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। এবারও জয়ের নায়ক আমিরুল ইসলাম।
ভারতের মাদুরাইয়ে ১৭তম স্থান নির্ধারণী ম্যাচ অস্ট্রিয়াকে ৫-৩ গোলে হারিয়ে চ্যালেঞ্জার ট্রফি জিতে নেয় বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া আট দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হল।
আমিরুলময় এক টুর্নামেন্ট দেখল পুরো বিশ্ব। ছয় ম্যাচ খেলে পাঁচটি হ্যাটট্রিক করেছেন তিনি। বিশ্বকাপে ছয় ম্যাচে তার গোল সংখ্যা ১৮। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়েছেন।
ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিল। যদিও তারা গোল আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন (১-০)। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এ গোলটি পেনাল্টি কর্নার (পিসি) থেকে করেন হুজায়ফা হুজায়ফা হোসেন।
২-০ ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিংরুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের চতুর্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ ৩-০ লিড পায়। এ কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার পেলেও গোল পায়নি। ৪৪ মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে (১-৩)। চতুর্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে (৪-১)। পরের মিনিটে অস্ট্রিয়া এগিয়ে যায় (২-৪)।
আরও পড়ুন<<>>উপেক্ষিত আরহাম খেলবেন অস্ট্রেলিয়া দলে
৫২ মিনিটে আমিরুল পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন (৫-২)। তবে ৫৭ মিনিটে আরেকটি গোল শোধ দিলেও হার এড়াতে পারেনি অস্ট্রিয়া। শেষে ৫-৩ গোলের পরাজয় নিয়েই মাঠ ছাড়ে তারা। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা তৃতীয় জয়। বাংলাদেশ যুব হকিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। প্রথম ম্যাচে আমিরুলের হ্যাটট্রিকে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-৫ গোলে পরাজিত হয়। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩-৩ গোলে ড্র করে।
গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে ২-৩ গোলে পরাজিত হয়। ওই ম্যাচেও আমিরুল এক গোল করে। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ শীর্ষ ষোলোতে যেতে পারেনি। এজন্য ১৭-২৪তম স্থান নির্ধারণী খেলতে হয়েছে। প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে ১৩-০ গোলে জয়লাভ করে। এ ম্যাচে আমিরুল করেন পাচ গোল। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারায়। ঐ ম্যাচেও হ্যাটট্রিক করেন আমিরুল। এদিন অস্ট্রিয়ার বিপক্ষে ছিল স্থান নির্ধারণীর শিরোপা লড়াই। এ ম্যাচেও আমিরুল হ্যাটট্রিক করে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করিয়েছেন। যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্যই।
৫১ মিনিটে বেনজামিন কেলনার ফেরান এক গোল। তবে ৫২ মিনিটে আমিরুলের তৃতীয় গোলে বাংলাদেশের লিড ছিল ৫-২। শেষ তিন মিনিটে দুই গোল ফিরিয়ে ম্যাচ জমিয়ে তুলেও আর জেতা হয়নি অস্ট্রিয়ার। এবারের বিশ্বকাপে আমিরুলের গোল ১৮টি। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনিই সর্বোচ্চ গোলদাতা।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































