ছবি: সংগৃহীত
প্রথমবারের মতো ‘শান্তি পুরস্কার’ নামে নতুন একটি পুরস্কার চালু করেছে ফুটবলের আন্তর্জাতিক সংস্থা ফিফা। ঘোষণার পর থেকেই এ পুরস্কারের জন্য ফেভারিট হিসেবে হিসেবে ধরা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শেষ পর্যন্ত তিনিই পেলেন এ পুরস্কারটা। ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে এ পুরস্কারের ঘোষণা দেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
ফুটবল বিশ্বকে একত্রিত করে আর শান্তির বার্তা পাঠায়। আর ডোনাল্ড ট্রাম্পও বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ বন্ধ করে শান্তির বার্তা ছাড়িয়ে দিয়েছেন। এজন্যই পেয়েছেন পুরস্কারটা।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির জন এফ কেনেডি সেন্টারে পুরস্কারের পদক নিজেই গলায় পরেন ট্রাম্প। নোবেল শান্তি পুরস্কার না পেলেও ফিফার সম্মাননা পেয়ে ট্রাম্প বলেন, সত্যিই আমার জীবনের অন্যতম সেরা সম্মাননা এটা। আমরা লাখ লাখ মানুষের জীবন বাঁচিয়েছি—উদাহরণ হিসেবে কঙ্গো, যেখানে ১ কোটি মানুষ মারা গিয়েছিল এবং পরিস্থিতি খুব দ্রুতই আরও ১ কোটি মৃত্যুর দিকে যাচ্ছিল। ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও আমরা যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগেই তা থামাতে পেরেছি।
আরও পড়ুন<<>>বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনার প্রতিপক্ষ কারা
ট্রাম্প আরও যোগ করেন বলেন, জিয়ান্নি (ফিফা সভাপতি) অসাধারণ কাজ করেছে, টিকিট বিক্রিতে নতুন রেকর্ড গড়েছে। ফুটবল অথবা যেটাকে আমরা ‘সকার’ বলি—এর জন্য এটি সুন্দর এক স্বীকৃতি। এখন পৃথিবী আরও নিরাপদ।
শান্তি পুরস্কারের পদক, ট্রফির পাশাপাশি দেয়া হয়েছে সার্টিফিকেটও। সেখান থেকে একটা অংশ পড়ে শোনান ফিফা সভাপতি। সেখানে বলা হয়, বিশ্বের ফুটবলপ্রেমী কোটি কোটি মানুষের পক্ষ থেকে এ পুরস্কার দেয়া হয়েছে ট্রাম্পকে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































