Apan Desh | আপন দেশ

নেপাল-ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ, ঢাকায় সামিত সোম

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫০, ১২ নভেম্বর ২০২৫

নেপাল-ভারতের বিপক্ষে প্রস্তুতি শুরু আজ, ঢাকায় সামিত সোম

ছবি: সংগৃহীত

নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলতে কানাডা থেকে বাংলাদেশে এসে পৌঁছেছেন জাতীয় দলের ডিফেন্ডার সামিত সোম।

আগামীকাল ১৩ নভেম্বর (বৃহস্পতিবার) ঢাকায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে লড়বে লাল-সবুজের দল।

গত মঙ্গলবার রাতে কানাডা থেকে ঢাকায় পৌঁছান সামিত। তিনি কাভালরি এফসির হয়ে ১০ নভেম্বর পর্যন্ত খেলেছেন, এরপরই বিমানে চড়ে দেশে ফেরেন।

কানাডায় তখন তাপমাত্রা ছিল মাইনাস দুই ডিগ্রির আশেপাশে। সেখান থেকে ঢাকার ২০–২৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নেয়া যে সহজ হবে না, তা স্বীকার করছেন জাতীয় দলের ফিটনেস কোচরাও। তবু বুধবার (১২ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে দলের অনুশীলনে যোগ দেবেন সমিত সোম।

বাংলাদেশের হয়ে সামিতের অভিষেক হয় গত ১০ জুন, সিঙ্গাপুরের বিপক্ষে। দ্বিতীয় ম্যাচেই (০৯ অক্টোবর) তিনি গোল করে নজর কাড়েন। নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে কতক্ষণ মাঠে রাখবেন কোচ হ্যাভিয়ের কাবরেরা, তা দেখার অপেক্ষা এখন।

এর আগে, মিডফিল্ডার হামজা চৌধুরী গত সোমবারই ঢাকায় এসে দলের অনুশীলনে যোগ দিয়েছেন। ফলে লাল-সবুজ শিবিরে এখন পূর্ণ শক্তির প্রস্তুতি চলছে নেপাল ও ভারতের মুখোমুখি লড়াইয়ের আগে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়