
ছবি: সংগৃহীত
এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নেয় বাংলাদেশ। এবার অপেক্ষা ভারত ম্যাচের। আর সে ম্যাচের প্রস্তুতিপর্বে দেখা গেল অভূতপূর্ব এক দৃশ্য। নাসুম আহমেদ অবতীর্ণ হলেন অন্য ভূমিকায়।
নামাজের ওয়াক্ত শুরু হতেই মাঠে দাঁড়িয়ে আজান দিলেন এ টাইগার স্পিনার। এরপর অনুশীলনের ফাঁকে মুশতাক আহমেদের ইমামতিতে মাঠেই নামাজ আদায় করলেন নাসুমসহ অনেক সতীর্থ।
ঘটনাটা সোমবারের (২২ সেপ্টেম্বর)। ভারত ম্যাচের প্রস্তুতি নিতে মাঠে এসে হাজির হয়েছিল দল। মূল প্রস্তুতি শুরুর আগে চলছিল গা গরম করার পর্ব, দলের সবাই তখন ব্যস্ত ফুটবল নিয়ে কারিকুরিতে। ঠিক তখন নামাজের সময় শুরু হয়।
আরওপড়ুন<<>>ব্যালন ডি’অরের নতুন রাজা দেম্বেলে- রাণী বনমাতি
মাগরিবের সে ওয়াক্তে নাসুম আহমেদ তার ভূমিকা বদলে বনে যান মুয়াজ্জিন। মাঠের মাঝে দাঁড়িয়ে আজান দিতে শুরু করেন তিনি।
‘ইমাম’ মুশতাকের পেছনে নাসুম আহমেদ ছাড়াও মুক্তাদি হিসেবে উপস্থিত হন তাসকিন আহমেদ, সাইফউদ্দিন, শেখ মেহেদী, জাকের আলী, রিশাদ হোসেন, পারভেজ হোসেন ইমন, নুরুল হাসান সোহানরা। সময় যত গড়াতে থাকে, নামাজের কাতারের দৈর্ঘ্যও বাড়তে থাকে।
এবারের এশিয়া কাপ যাত্রার আগে বড় কিছুর স্বপ্ন দেখিয়েই দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয় তুলে নিয়ে সে লক্ষ্যে একটা বড় পদক্ষেপই নিয়ে ফেলেছে দলটা। এবার সামনে ভারত। সে ম্যাচকে সামনে রেখে নাসুমরা মুনাজাতে স্রষ্টার কাছে কী চাইবেন, তা নিশ্চয়ই বলে না দিলেও চলে!
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।