Apan Desh | আপন দেশ

বাংলাদেশকে ১৬৯ রানের বিশাল টার্গেট দিল শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৩০, ২০ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ২৩:০১, ২০ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশকে ১৬৯ রানের বিশাল টার্গেট দিল শ্রীলঙ্কা

ছবি: সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ৭ উইকেটে ১৬৮ রানের বিশাল স্কোর গড়েছে শ্রীলঙ্কা। আর তাতেই বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ১৬৯ রান। শ্রীলঙ্কার পক্ষে সর্বোচ্চ অপরাজিত ৬৪ রান করেন অধিনায়ক দাসুন শানাকা।

শনিবার (২০ সেপ্টেম্বর) টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।

এদিন আগে ব্যাট করতে নেমে দারুণ শুরু পায় শ্রীলঙ্কা। উদ্বোধনী জুটিতে ৪৪ রান যোগ করেন দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস। পঞ্চম ওভারের শেষ বলে নিসাঙ্কাকে সাইফ হাসানের ক্যাচ বানান তাসকিন আহমেদ। ফেরার আগে তার ব্যাট থেকে আসে ১৫ বলে ২২ রান।

এর কিছুক্ষণ পরই কুশল মেন্ডিসকে সাজঘরে ফেরত পাঠান শেখ মেহেদী হাসান। সাইফের হাতে ক্যাচ দিয়ে ফেরার আগে তার ব্যাট থেকে আসে ২৫ বলে ৩৪ রান। কামিল মিশারাকে উইকেটে থিতু হতে দেননি মেহেদী। ১১ বলে ৫ রান করা এ ব্যাটারকে সরাসরি বোল্ড আউট করেন ডানহাতি এ স্পিনার।

মাঝের ওভারে বাংলাদেশি বোলাররা দারুণ নিয়ন্ত্রিত বোলিং করলেও শেষদিকে ব্যাট হাতে ঝড় তোলেন শানাকা। মাত্র ৩৭ বলে অপরাজিত ৬৪ রান করেন তিনি। যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ ইনিংস। সঙ্গী আসালঙ্কা করেন ১২ বলে ২১ রান। তাদের ঝোড়ো ব্যাটিংয়ে ১৬৮ রানে চ্যালেঞ্জিং সংগ্রহ দাঁড় করায় লঙ্কানরা।

বাংলাদেশের হয়ে সবচেয়ে সফল ছিলেন মুস্তাফিজুর রহমান। তিনি ২০ রানে নেন ৩ উইকেট। এছাড়া শেখ মেহেদি নেন ২টি এবং তাসকিন আহমেদ নেন ১টি উইকেট।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়