
ট্রফির সঙ্গে বাংলাদেশ-নেদারল্যান্ডের অধিনায়ক
নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দু ই ম্যাচে জিতে আগেই সিরিজ জয় নিশ্চিত করেছেন বাংলাদেশ। তাই টাইগারদের সামনে সফরকারীদের আজ (বুধবার) হোয়াটওয়াশের হাতছানি।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বুধবার (০৩ সেপ্টেম্বর) টসে হারায় ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। আজকের ম্যাচে ৫ পরিবর্তন করে স্কোয়ার্ড সাজানো হয়েছে টাইগারদের।
এছাড়া বাদ পড়েছেন দুই ওপেনার পারভেজ হোসেন ও তানজিদ হাসান, দুই পেসার তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান এবং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান।
সিরিজে প্রথমবারের মতো খেলবেন উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান, শামীম হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন। এক ম্যাচ পর দলে ফিরেছেন শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন।
আরওপড়ুন<<>>‘চোট নয়, অন্য কারণে আমাকে দলে রাখা হয়নি’
নেদারল্যান্ডস একাদশে এসেছে একটি পরিবর্তন। সিকান্দার জুলফিকারের পরিবর্তে দলে এসেছেন টিম প্রিংগেল।
বাংলাদেশ একাদশ:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলি, নুরুল হাসান সোহান, শামীম হোসেন, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম, তানজিম হাসান।
নেদারল্যান্ডস একাদশ:
ম্যাক্স ওদুদ, বিক্রমাজিত সিং, অনি তেজা, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), শারিজ আহমেদ, নোয়াহ ক্রোস, টিম প্রিংগেল, কাইল কেলিন, আরিয়ান দত্ত, পল ভ্যান মেকেরেন, ড্যানিয়েল ডোরাম।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।