Apan Desh | আপন দেশ

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় ফাহমিদুল 

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১১:২৬, ২৮ মে ২০২৫

আপডেট: ১১:৩৬, ২৮ মে ২০২৫

সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে ঢাকায় ফাহমিদুল 

ফাহমিদুল ইসলাম

গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা হামজা দেওয়ান চৌধুরীর। একইসঙ্গে অভিষেক হওয়ার কথা ছিল ফাহমিদুল ইসলামের। কিন্তু তার আগেই সৌদি আরবে অনুশীলন ক্যাম্প থেকে ইতালিতে ফিরে যান তিনি। এবার ঘরের মাঠে লাল সবুজ জার্সিতে স্বপ্ন পুরনের পথে এ ইতালিয়ান প্রবাসী ফুটবলার। সে লক্ষ্যে বুধবার (২৮ মে) ঢাকায় এসেছেন তিনি। 

এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে সিঙ্গাপুরের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্কোয়াডে যোগ দিতে দেশে ফিরেছেন ফাহমিদুল ইসলাম। এদিন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ইতালির রোম থেকে সকাল ৮টার দিকে ঢাকায় পৌঁছান তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রটোকল অফিসার। আনুষ্ঠানিকতা শেষ করে তাকে সরাসরি জাতীয় দলের টিম হোটেলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন<<>>‌‘সাকিবের জন্য বাংলাদেশ দলের দরজা খোলা’

আগামী পরশুদিন (৩০ মে) আরও কয়েকজন জাতীয় দলে ডাক পাওয়া খেলোয়াড় দলের সঙ্গে যোগ দেবেন বলে জানিয়েছে বাফুফে। তবে সবার আগে দেশে ফিরলেন ফাহমিদুল। এটি তার আগ্রহ ও দায়িত্ববোধের পরিচায়ক বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত মার্চ উইন্ডোতে সৌদি আরব সফর শেষে দেশে ফিরেছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে সে দলে ইতালিপ্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলাম ছিলেন না। তাকে বাদ দেয়ায় তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। ‍ফাহমিদুলকে পুনরায় দলে অন্তর্ভুক্ত করার দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিলও করেন ক্ষুব্ধ সমর্থকরা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ আলোড়ন তোলে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়