
ফাইল ছবি
দীর্ঘ দিন ধরে ব্যর্থতার বৃত্তে আটকা পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। টেস্ট, ওয়ানডে কিম্বা টি-টোয়েন্টি সব ফরম্যাটে এ ধারা অব্যাহত আছে। বিশেষ করে দলের ব্যাটাররা মোটেও তাদের নামের প্রতি সুবিচার করতে পারছেন না। যে কারণে এক সময় দেশের ভিতর থেকে আওয়াজ উঠলো দেশীয় কোচ নিয়োগ দেয়ার। নিয়োগ পেলেন ঘরোয়া ক্রিকেটে সফল কোচ মোহাম্মদ সালাউদ্দিন। কিন্তু তাতেও সুদিন ফিরছে না ব্যাটারদের।
সালাউদ্দিন ব্যাটিং কোচের দায়িত্ব নেন ওয়েস্ট ইন্ডিজে তিন ফরম্যাটের সিরিজ দিয়ে। তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি, জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, আরব আমিরাত এবং পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও তিনি দায়িত্ব পালন করেছেন। শ্রীলঙ্কার বিপক্ষেও চলমান সিরিজে দায়িত্বে আছেন বাংলাদেশের সিনিয়র কোচ সালাউদ্দিন।
দলের ব্যাটারদের অব্যাহত ব্যর্থতায় প্রশ্ন উঠছে ব্যাটিং কোচের ভূমিকা নিয়ে। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই ৫০ ওভার ব্যাট করতে পারেনি বাংলাদেশি ব্যাটাররা। অফফর্ম চলমান রয়েছে লিটন দাসের। তানজিদ তামিম, তাওহীদ হৃদয়রাও ব্যাট হাতে ধারাবাহিক হতে পারছেন না। চলতি বছরের এখন পর্যন্ত পাঁচটি ওয়ানডে খেলেছে বাংলাদেশ, যেখানে সর্বোচ্চ দলীয় ইনিংসটি ২৪৮ রানের। সর্বনিম্ন ১৬৭। ওয়ানডেতে এখন সহজেই রানতাড়ায় ৩০০ পেরোনোর অনেক নজির দেখা যায়, সেখানে আড়াইশ’র গণ্ডিতে আটকে আছে বাংলাদেশ।
এমন অবস্থায় ব্যাটারদের সামর্থ্য ও মনোযোগ নিয়ে তো প্রশ্ন উঠছেই, কোচ তাদের দুর্বলতা কাটাতে কী ভূমিকা রাখছেন তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। সাধারণত শিষ্যরা ভালো করলে কোচরাও বাহবা পান। দলীয় সাফল্যের পেছনেও অবশ্যই কোচের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। খেলোয়াড়দের দক্ষতা বৃদ্ধি, কৌশল প্রণয়ন এবং পরিস্থিতি অনুসারে কার্যকর দিকনির্দেশনা দিয়েও কোচ খেলার মোমেন্টাম পাল্টাতে রাখেন বড় প্রভাব।
দলের ব্যাটিং ব্যর্থতা নিয়ে চিন্তিত বিসিবি পরিচালক আকরাম খান। তিনি বলেন, ‘ব্যাটিংটা যেভাবে হচ্ছে এটা আসলে নরমাল ব্যাটিং না। ভালো পরিকল্পনা করে যে ঠান্ডা মাথায় ব্যাটিং করতে হয়, সেটার দেখা মিলছে না।
ব্যাটাররা ভালো না করায় ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়ে প্রশ্ন ওঠার প্রসঙ্গে আকরাম বললেন, ব্যাটিং কোচের কথা বলছেন এটা বোর্ডের ব্যাপার, ক্রিকেট অপারেশন্সের বিষয়। আর ক্রিকেটাররা আছে, সালাউদ্দিন দেখছে ব্যাটিংয়ের বিষয়। এখন ব্যাটাররা কীভাবে চাচ্ছে ওদের কিসে কমফোর্ট হয় সেটাও দেখতে হবে। টিম ম্যানেজমেন্ট আছে তারা বিষয়টি দেখবে।
এদিকে টানা ব্যাটিং ব্যর্থতায় টনক নড়েছে বিসিবির। তারা একজন বিশেষজ্ঞ ব্যাটিং কোচ খুঁজতে যাচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক পরিচালক এমন তথ্য দিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।