Apan Desh | আপন দেশ

জোকোভিচের স্বপ্ন ভেঙে ফাইনালে সিনার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১২:৫৯, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১৩:১৮, ১২ জুলাই ২০২৫

জোকোভিচের স্বপ্ন ভেঙে ফাইনালে সিনার

ফাইল ছবি

এবারও স্বপ্ন পুরণ হলো নোভাক জোকোভিচের। উইম্বলডনের সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো অল ইংল্যান্ড ক্লাবে রেকর্ড ছোঁয়া অষ্টম শিরোপায় চোখ রাখা এ সার্বিয়ান তারকাকে। তাকে হটিয়ে প্রথমবার উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর ইয়ানিক সিনার। টানা চতুর্থ গ্র্যান্ড স্লাম ফাইনালে তিনি প্রতিপক্ষ হিসেবে পাচ্ছেন কার্লোস আলকারাজকে।

স্থানীয় সময় শুক্রবার (১১ জুলাই) সেন্টার কোর্টে ৬-৩, ৬-৩, ৬-৪ গেমে জোকোভিচকে হারান সিনার। ২৩ বছর বয়সী এ তারকা গত মাসে ফ্রেঞ্চ ওপেনের মহাকাব্যিক ফাইনালের হারের শোধ নেয়ার সুযোগ পাচ্ছেন। বিশ্বের দুই নম্বর র‌্যাংকিংধারী আলকারাজের কাছে রোলাঁ গারোঁর ফাইনালে হেরে যান সিনার।

বর্তমানে পুরুষ টেনিসে সিনার-আলকারাজ দ্বৈরথ অন্যমাত্রা তৈরি করেছে। গত ছয়টি মেজর দুজনে মিলে ভাগাভাগি করেছেন।

আলকারাজ দিনের প্রথম সেমিফাইনালে টেলর ফ্রিজকে ৬০৪, ৫-৭, ৬-৩, ৭-৬ (৬) গেমে হারান। হ্যাটট্রিক উইম্বলডন শিরোপা থেকে আর এক জয় দূরে এ স্প্যানিয়ার্ড।

ক্যারিয়ার সেরা টানা ২৪ ম্যাচ জয়ের ধারায় থেকে রোববার (১৩ জুলাই) কোর্টে নামবেন আলকারাজ। অন্যদিকে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন ও জানুয়ারিতে অস্ট্রেলিয়ান ওপেন জয়ী সিনার চার সপ্তাহ আগে ফ্রেঞ্চ ওপেনে আলকারাজের কাছে হারের দুঃখ ঘুচাতে চাইবেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়