Apan Desh | আপন দেশ

ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বাটলার

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২২:৪৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:৪৬, ২৮ ফেব্রুয়ারি ২০২৫

ব্যর্থতার দায় নিয়ে ইংল্যান্ডের নেতৃত্ব ছাড়লেন বাটলার

ফাইল ছবি।

দলের একের পর এক ব্যর্থতার দায় নিয়ে সাদা বলের নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম দুই ম্যাচ হেরে বি-গ্রুপ থেকে সবার আগে বাদ পড়তে হলো ইংল্যান্ডকে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের কাছে হারটা যেন হজম করতেই পারছে না ইংলিশরা। 

এর পর থেকেই অনেকে আঙুল তুলেছেন অধিনায়ক বাটলারের দিকে। অবশেষে ব্যর্থতার দায় নিয়ে নেতৃত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। 

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দলের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন ইংলিশ অধিনায়ক। তিনি বলেন, আমি ইংল্যান্ডের নেতৃত্ব থেকে সরে দাঁড়াচ্ছি। এটি আমার জন্য এবং দলের জন্য সঠিক সিদ্ধান্ত। আশা করি, কেউ নতুন করে এসে বাজ (ম্যাককালাম) এর সঙ্গে দলকে সঠিক পথে নিয়ে যাবে।

আরওপড়ুন<<>>চ্যাম্পিয়ন্স ট্রফির দর্শকদের জন্য বিনামূল্যে ইফতার

বাটলার জানান, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে করাচিতে অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলবেন। অধিনায়ত্ব থেকে সরে গেলেও ইংল্যান্ডের হয়ে খেলা চালিয়ে যাবেন তিনি। 

২০২২ সালের জুনে ইয়ান মরগানের উত্তরসূরি হিসেবে অধিনায়ক হন বাটলার। সে বছরই অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতেন তিনি। এরপর থেকেই দলের পারফরম্যান্স খারাপ হতে শুরু করে। টানা তিনটি আইসিসি ইভেন্ট—২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হন বাটলার।

এদিকে, ইংল্যান্ডের পরবর্তী অধিনায়ক হতে পারেন বাটলারের সহ অধিনায়ক হ্যারি ব্রুক।

আপন দেশ/এমএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়