Apan Desh | আপন দেশ

মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়: বাবুনগরী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪৯, ২১ নভেম্বর ২০২৫

আপডেট: ২০:৫০, ২১ নভেম্বর ২০২৫

মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়: বাবুনগরী

মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। ফাইল ছবি

জামায়াতে ইসলামীর মতাদর্শ নিয়ে আবারও কঠোর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি বলেন, মওদুদীর ইসলাম আর আমাদের ইসলাম এক নয়। জামায়াতের ইসলাম মওদুদীর ইসলাম।

বৃহস্রাপতিবার ( ২০ নভেম্বর) জধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয় উলামা কাউন্সিলের আত্মপ্রকাশ ও উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মুহিব্বুল্লাহ বাবুনগরী বলেন, জামায়াত ক্ষমতায় এলে আহলে সুন্নাত ওয়াল জামায়াত বাংলাদেশে থাকতে পারবে না। তারা সাহাবাদের দুশমন, নাস্তিকের চেয়েও খতরনাক (ভয়ানক)। একই অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।

তিনি বলেন, এখন ইসলামি রাজনীতির সোনালি সময় চলছে। বাংলাদেশে এখন ইসলামি রাজনীতি উত্থানের সোনালি সময়। এ সুযোগ কাজে লাগাতে না পারলে ভবিষ্যতে আফসোস করতে হবে। 

তার দাবি, আগামীর বাংলাদেশে যে কোনো জাতীয় সিদ্ধান্ত ইসলামপন্থিদের বাইরে রেখে নেয়া সম্ভব হবে না। নুরাল পাগলার মাজার এলাকায় হামলার ঘটনাকে কেন্দ্র করে রাজবাড়ীতে আলেম-ইমামদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করেন মাওলানা মামুনুল হক।

এর আগে গত ৮ নভেম্বর এক আলোচনা সভা ও জাতীয় উলামা মাশায়েখ সম্মেলনে হেফাজত আমীর বলেছিলেন, আহলে সুন্নত ওয়াল জামাতের আকিদার মূল ভিত্তি হলো কোরআন ও সুন্নাহ এবং সাহাবায়ে কিরাম ও সালফে সালেহীনের পথ অনুসরণ। কিন্তু দুঃখজনকভাবে আজ কিছু ব্যক্তি ও গোষ্ঠী ইসলামের এ বিশুদ্ধ ঐতিহ্য থেকে সরে গিয়ে নতুন নতুন মতবাদ প্রচার করছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা