Apan Desh | আপন দেশ

‘ইয়ুথ পলিসি’ সংলাপে তরুণদের মুখোমুখি তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১০:৪১, ২৫ জানুয়ারি ২০২৬

‘ইয়ুথ পলিসি’ সংলাপে তরুণদের মুখোমুখি তারেক রহমান

ছবি : আপন দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দীর্ঘ দুই দশক পর চট্টগ্রাম সফরে গেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) নগরীর ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তিনি। তার আগে চট্টগ্রামের তরুণদের মুখোমুখি হয়েছেন বিএনপির এ শীর্ষ নেতা। 

এদিন সকালে বন্দরনগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত ‘ ইয়ুথ পলিসি’ শীর্ষক বিশেষ সংলাপে তরুণদের মুখোমুখি হন তারেক রহমান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির কর্মসূচির অংশ হিসেবে এ সংলাপের আয়োজন করা হয়। 

সংলাপে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

এর আগে, শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি আকাশপথে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে হাজার হাজার নেতাকর্মী তাকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়ে বরণ করে নেন। ২০ বছর পর তার এ সফরকে কেন্দ্র করে পুরো চট্টগ্রাম শহর এখন উৎসবমুখর।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়