Apan Desh | আপন দেশ

আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করবো: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৬:২৬, ২৪ জানুয়ারি ২০২৬

আমার কোনো প্রতিশ্রুতি নেই, যা প্রয়োজন তাই করবো: মির্জা আব্বাস

ছবি : আপন দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কোনো প্রতিশ্রুতিতে আবদ্ধ নন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা–৮ আসনের সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস।

শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অব ইনস্টিটিউটে আয়োজিত ‘ফ্রিল্যান্সিংয়ে ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস জানান, জুলাই গণ-অভ্যুত্থানের পর একটি হটলাইন চালু করে দুই মাসের মধ্যে চাঁদাবাজি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছিল। পরে সে হটলাইন বন্ধ হয়ে গেলে। বিভিন্ন রাজনৈতিক দল ও প্রশাসনের কিছু লোক আবার এ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

তার মতে, এ পরিস্থিতি মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি।

আরও পড়ুন <<>> ‘যত বেশি গণতান্ত্রিক চর্চা হবে মানুষ তত বেশি জনকল্যাণে কাজ করবে’

তিনি আরও বলেন, মাদক এখন সারা দেশে ভয়াবহ আকার ধারণ করেছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর ও চব্বিশের গণ-অভ্যুত্থানকে এক করে দেখার বিপক্ষে মত দেন মির্জা আব্বাস। তিনি বলেন, দুটি ঘটনাই আলাদা এবং প্রত্যেকটি অর্জনই গৌরবের।

নিজের জীবনের অবস্থান প্রসঙ্গে তিনি জানান, জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন তিনি। এখন নেয়ার কিছু নেই, মানুষের জন্য দেয়ারই আছে সবটুকু।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়