Apan Desh | আপন দেশ

রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটের মর্যাদা রক্ষা করুন: হাবিবুর রশিদ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২১:১৯, ২২ জানুয়ারি ২০২৬

রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটের মর্যাদা রক্ষা করুন: হাবিবুর রশিদ

ছবি: আপন দেশ

ঢাকা-৯ আসনের বিএনপির মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, এলাকার সন্তান হিসেবে তিনি সকল ভোটারদের স্নেহ ও ভালোবাসা পেয়েছেন। তিনি জনগণকে স্মরণ করিয়েছেন যে, রক্তের বিনিময়ে প্রাপ্ত ভোটাধিকার সকলের জন্য অতি গুরুত্বপূর্ণ এবং সে ভোটের মাধ্যমে জনগণ তাদের জনপ্রতিনিধিদের জবাবদিহিতার আওতায় আনতে পারে।

বৃহস্পতিবার ( ২২ জানুয়ারি) রাজধানীর খিলগাঁও এ নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন।

হাবিব বলেন,আমি এলাকার সন্তান, সে হিসাবে এলাকার সবাই আমাকে স্নেহ দিচ্ছে, ভালোবাসা দিচ্ছে। তাই আপনাদের বলছি আমরা অনেক রক্তের বিনিময়ে  এ ভোটের অধিকার ফিরে পেয়েছি। সবাই যেন কেন্দ্রে যায়, তার অধিকারকে সে জানে, বাস্তবায়ন করে। এ যে রক্তের বিনিময়ে আমরা এ ভোটকে পেয়েছি, সেই ভোট দিয়ে জনপ্রতিনিধিদের কাছে যেন তাদের জবাবদিহিতার মধ্যে আসতে পারে, সে ব্যবস্থা করতে সবাইকে আমরা ভোট কেন্দ্রে যাওয়ার জন্য আহবান জানাচ্ছি। সহযোদ্ধারা যারা এত রক্তের বিনিময়ে ভোট প্রতিষ্ঠিত করেছেন, তাদের প্রতি আমরা সে শ্রদ্ধা জানাই।

তিনি আরও বলেন, আমরা মনে করি অনেকেই এ ভোটকে নষ্ট করার চেষ্টা করতে পারে, ভোটকে ব্যাহত করার জন্য ষড়যন্ত্র করতে পারে। এখন পর্যন্ত নিরাপত্তার ক্ষেত্রে কোনো বড় সমস্যা দেখা যায়নি। আমরা চাই সবাই একসাথে মিলে নিরাপদ ভাবে ভোট কেন্দ্রে পৌঁছাক। বাংলাদেশের সব জনসাধারণ এবং এলাকার ভোটারদের নিরাপত্তা ইনশাআল্লাহ এখন পর্যন্ত নিশ্চিত আছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ থাকলে ১২ তারিখে ভোটের মাধ্যমে আমাদের প্রতিনিধিদের নির্বাচন করতে পারব। ভোটাররা তাদের ভোটের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যার সমাধানের পথে এগিয়ে আনবেন-বলেন হাবিব।

হাবিবুর রশিদ হাবিব আরও যোগ করেন, ভোটাররা বিভিন্ন সমস্যার কথা বলছেন। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ, আমরা অগ্রাধিকার ভিত্তিতে এবং মতামতের আলোকে এলাকার উন্নয়নের জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা করব। আমরা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়