Apan Desh | আপন দেশ

রাতে বিএনপির জরুরি বৈঠক, আসছে চেয়ারম্যান পদের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:২০, ৯ জানুয়ারি ২০২৬

আপডেট: ১৬:২২, ৯ জানুয়ারি ২০২৬

রাতে বিএনপির জরুরি বৈঠক, আসছে চেয়ারম্যান পদের সিদ্ধান্ত

ফাইল ছবি

রাতে বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (০৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকটি বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি জানান, বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

দলীয় সূত্র বলছে, এটি কোনো নিয়মিত বা পূর্বনির্ধারিত বৈঠক নয়। নির্দিষ্ট কোনো এজেন্ডাও নেই। তবে বৈঠকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এ সভাতেই তারেক রহমানকে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

৩০ ডিসেম্বর বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করেন। তার মৃত্যুতে দলের নেতৃত্বে একটি শূন্যতা তৈরি হয়। সে শোক কাটিয়ে ধীরে ধীরে সাংগঠনিকভাবে ঘুরে দাঁড়ানোর পথে হাঁটছে দলটি। 

আরও পড়ুন<<>>‘বিশ্ববিদ্যালয়ের ফলাফল জাতীয় নির্বাচনে প্রভাব ফেলবে না’

নতুন বছর শুরু হয়েছে। সামনে জাতীয় নির্বাচন। এ প্রেক্ষাপটে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানকে পূর্ণাঙ্গ চেয়ারম্যান করার পক্ষে মত দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

৪ জানুয়ারি সিলেটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, দুই-এক দিনের মধ্যেই তারেক রহমানকে দলের চেয়ারম্যান নির্বাচিত করা হবে।

উল্লেখ্য, ২০১৮ সালে বেগম খালেদা জিয়া কারাগারে বন্দি হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

সব মিলিয়ে শুক্রবার রাতের বৈঠককে বিএনপির ভবিষ্যৎ নেতৃত্ব ও রাজনৈতিক দিকনির্দেশনার জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়