আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সোমবার (২৯ ডিসেম্বর) এনসিপির একাধিক নেতা বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সন্ধ্যায় এনসিপির জরুরি সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আসিফ মাহমুদ।
এ বিষয়ে আজ সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটর এনসিপি কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে দলটি। দলের দফতর সম্পাদক সালেহ উদ্দিন সিফাত বিষয়টি নিশ্চিত করেছেন। এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন। সংবাদ সম্মেলন শেষে আসিফ মাহমুদও আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেবেন বলে জানা গেছে।
এর আগে, গত সোমবার (২২ ডিসেম্বর) বেলা ১১টায় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ১০ আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































