Apan Desh | আপন দেশ

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের স্বাক্ষরের অপেক্ষায় তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১১, ২৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৭:১২, ২৮ ডিসেম্বর ২০২৫

ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হতে ভোটারদের স্বাক্ষরের অপেক্ষায় তাসনিম জারা

তাসনিম জারা

ঢাকা-৯ আসন (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ভোটারদের সহযোগিতা চেয়েছেন এনসিপির সাবেক সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী প্রার্থী হতে প্রয়োজনীয় সংখ্যক ভোটারের স্বাক্ষর সংগ্রহে তিনি এ আহবান জানান।

তাসনিম জারা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিতে অন্তত ৪ হাজার ৬৯৩ জন ভোটারের স্বাক্ষর প্রয়োজন। তবে হাতে সময় আছে মাত্র এক দিন। আগামীকালই স্বাক্ষর সংগ্রহের শেষ সময় (ডেডলাইন)।

আরও পড়ুন>>>আত্নসমর্পণ করে জামিন পেলেন এনসিপি নেতা আখতার

তিনি বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এ স্বাক্ষর সংগ্রহ করা বাধ্যতামূলক। কিন্তু সময় অত্যন্ত কম হওয়ায় সবার সহযোগিতা ছাড়া এ লক্ষ্য পূরণ করা প্রায় অসম্ভব।

ঢাকা-৯ আসনের (খিলগাঁও, সবুজবাগ ও মুগদা) যেকোনো ভোটার বা তাদের পরিচিত কেউ হলে নির্ধারিত বুথে এসে স্বাক্ষর দেয়ার আহবান জানানো হয়েছে। স্বাক্ষর দিতে আসার সময় ভোটারদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর সঙ্গে রাখতে বলা হয়েছে। মোবাইলে লেখা বা কাগজে লিখে আনলেই চলবে।

স্বাক্ষর সংগ্রহের বুথের ঠিকানা

বুথ–১: খিলগাঁও তালতলা মার্কেট সংলগ্ন, ন্যাশনাল আইডিয়াল কলেজের বিপরীতে

বুথ–২: বাসাবো বালুর মাঠ, সবুজবাগ

স্বতন্ত্র প্রার্থী বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নিতে ভোটারদের একটি স্বাক্ষরই বড় ভূমিকা রাখতে পারে। তাই সময়ের সীমাবদ্ধতার কথা বিবেচনা করে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর সঙ্গে নির্বাচনী জোট করায় অসন্তুষ্ট তাসনিম জারা শনিবার (২৭ ডিসেম্বর) এনসিপি থেকে পদত্যাগ করেছেন। এরপর ফেসবুকে এক পোস্টের মাধ্যমে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। 

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়