আখতার হোসেন।
রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা হত্যাচেষ্টা, বেআইনি সমাবেশ ও সরকারি কাজে বাধা দেয়ার পৃথক দুই মামলায় জামিন পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।
রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে বিজ্ঞ আদালত তার এ আবেদন মঞ্জুর করেন।
ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মোহাম্মদ জুনায়েদ ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের পৃথক দুটি আদালত এ জামিন আদেশ প্রদান করেন।
আখতার হোসেনের আইনজীবী মো. মুজাহিদুল ইসলাম জানান, শুনানি শেষে আদালত এক মামলায় ৫০০ টাকা ও অন্য মামলায় ১,০০০ টাকাসহ মোট ১,৫০০ টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেছেন।
আরও পড়ুন>>>নির্বাচনে অংশ নিতে পারছেন না মান্না: রাষ্ট্রপক্ষের আইনজীবী
শুনানির আগে আখতার হোসেন বলেন, বিগত আওয়ামী লীগ সরকার আমলে তার বিরুদ্ধে মোট ৬টি মামলাটি দায়ের করা হয়েছিলো। এর মধ্যে ৪টিতে তিনি অব্যাহতি পেয়েছেন। বাকি দুটি আজকে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন।
মামলাগুলোর অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২১ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরুদ্ধে আন্দোলনের পরিপ্রেক্ষিতে শাহবাগ থানায় তার বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়।
২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষ্যে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। ওই সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে আটক করে। পরে শাহবাগ থানার পৃথক মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































