ছবি : আপন দেশ
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফেরার চারদিনের মাথায় দলীয় কার্যালয়ে গেলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ১টা ৪২ মিনিটে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় তাকে স্বাগত জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নেতা-কর্মীরা।
দলীয় সূত্র জানায়, ২০০৮ সালে এ কার্যালয়টি চালু হওয়ার পর তারেক রহমান হয় কারাগারে ছিলেন অথবা নির্বাসনে। ফলে সশরীরে এ কার্যালয়ে এটিই হতে যাচ্ছে তার প্রথম সফর। তার আগমনকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ও এর আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
এর আগে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। ওই দিন রাজধানীর ৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনা দেয়া হয় তাকে। সেখানে থেকে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান।
আরও পড়ুন<<>>গুলশান কার্যালয়ে বসবেন তারেক রহমান
পরের দিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে হাজির হয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
সেখান থেকে ছোট ভাই আরাফাত রহমান কোকো, শ্বশুর মাহবুব আলী ও পিলখানার শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করাসহ ব্যস্ত সময় কাটিয়েছেন।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































