ছবি : আপন দেশ
দীর্ঘ প্রায় দেড় যুগ পর দেশে ফেরার চারদিনের মাথায় দলীয় কার্যালয়ে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাবেন তিনি।
দীর্ঘ দেড় যুগ পর গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন তারেক রহমান। ওই দিন রাজধানীর ৩০০ ফিটে বিশাল গণসংবর্ধনা দেয়া হয় তাকে। সেখানে থেকে অসুস্থ মাকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান তারেক রহমান।
আরও পড়ুন<<>>তারেক রহমানের এনআইডি কার্যক্রম সম্পন্ন
পরের দিন শুক্রবার (২৬ ডিসেম্বর) বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে মোনাজাত করন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পরে সাভার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি। এরপর শনিবার (২৭ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আততায়ীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করেন তারেক রহমান। সেখানে থেকে আগারগাঁও নির্বাচন কমিশনে হাজির হয়ে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করেন তিনি।
আপন দেশ/এবি/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































