Apan Desh | আপন দেশ

দেশের পথে তারেক রহমান

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ০৮:৩৬, ২৫ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১০:০৩, ২৫ ডিসেম্বর ২০২৫

দেশের পথে তারেক রহমান

ছবি : আপন দেশ

নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে প্রায় দেড় যুগ পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি। তার আগমন ঘিরে দলীয় প্রস্তুতির পাশাপাশি রাজধানীজুড়ে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। নেতাকে বরণ করতে সারা দেশ থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মী এরই মধ্যে ঢাকায় এসেছেন, অনেকে এখনও রাজধানীর পথে রয়েছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস সূত্র জানায়, (২৪ ডিসেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটে লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটে রওনা হন তারেক রহমান। ফ্লাইটটি বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানও দেশে ফিরছেন।

ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। এরপর দলের পক্ষ থেকে রাজধানীর ৩০০ ফুট এলাকায় একটি সংক্ষিপ্ত সংবর্ধনার আয়োজন করা হয়েছে। সেখানে অল্প সময় উপস্থিত থেকে তিনি অসুস্থ মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। পরে গুলশানের বাসভবনে ফেরার কথা রয়েছে তার।

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে বিএনপির নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। রাজধানীর ৩০০ ফুট এলাকায় ৪৮ ফুট বাই ৩৬ ফুটের একটি মঞ্চ প্রস্তুত করা হয়েছে। কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সড়কের দুই পাশে তারেক রহমানকে স্বাগত জানিয়ে ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। মঞ্চের আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে এবং সড়কের ল্যাম্পপোস্টে মাইক বসানো হয়েছে।

রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও অলিগলিতে ব্যানার, ফেস্টুন, পোস্টার ও বিলবোর্ডে ছেয়ে গেছে। সেখানে লেখা রয়েছে—‘লিডার আসছে’, ‘হে বিজয়ী বীর, তোমাকে স্বাগত’—এমন নানা বার্তা। বিভিন্ন জেলা থেকে আসা নেতা-কর্মীদের উপস্থিতিতে বুধবার বিকেল থেকেই সংবর্ধনা মঞ্চের আশপাশে ভিড় বাড়তে দেখা গেছে। অনেককে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করতেও দেখা যায়। সেখানে পুলিশ সদস্যদের পাশাপাশি বিএনপির চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

এর আগে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অভ্যর্থনা কমিটি। কমিটির আহবায়ক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ জানান, বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান। পথে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্য ৩০০ ফুটের সংবর্ধনায় যোগ দেবেন তিনি। ওই আয়োজনে তারেক রহমান ছাড়া অন্য কোনো বক্তা থাকবেন না বলেও জানান তিনি।

আরও েপড়ুন<<>>লন্ডনের হিথ্রো বিমানবন্দরে তারেক রহমান, মধ্যরাতে ফ্লাইট

সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমদ বলেন, ৩০০ ফুটের আয়োজনটি কোনো জনসভা নয়। তিনি বলেন, আমরা আয়োজনের পরিসর যত ছোটই রাখতে চাই না কেন, ১৭ বছর ধরে অপেক্ষমাণ নেতা-কর্মী ও সমর্থকদের আবেগের ঢেউ পুরোপুরি নিয়ন্ত্রণ করা আমাদের পক্ষে সম্ভব নয়। 

সম্ভাব্য জনভোগান্তির জন্য ঢাকাবাসীর কাছে আগাম দুঃখ প্রকাশ করে তিনি বলেন, তারেক রহমান এমন কোনো কর্মসূচিকে সমর্থন করেন না, যা জনদুর্ভোগ সৃষ্টি করে। তারপরও যদি ভোগান্তি হয়, সে জন্য আমরা অগ্রিম ক্ষমা চাইছি।

দেশে ফেরার পর পরবর্তী কর্মসূচি সম্পর্কেও জানান সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, শুক্রবার (২৬ ডিসেম্বর) বাদ জুমা তারেক রহমান দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে যাবেন। শনিবার (২৭ ডিসেম্বর) তিনি নিজে ভোটার হওয়ার প্রক্রিয়া সম্পন্ন করবেন। একই দিনে জুলাই যোদ্ধা শরিফ ওসমান হাদির কবর জিয়ারত এবং জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজধানীজুড়ে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। দুই হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি সিএসএফের একাধিক টিম দায়িত্ব পালন করছে। তার গাড়িবহরের সঙ্গে থাকবে পুলিশ প্রোটেকশন। পাশাপাশি সোয়াট, এপিবিএন, কাউন্টার টেররিজম ইউনিট, বোম্ব ডিসপোজাল ইউনিট, র‍্যাব, বিজিবি ও গোয়েন্দা সংস্থার সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে রয়েছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়