Apan Desh | আপন দেশ

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৭:২৬, ২৪ ডিসেম্বর ২০২৫

বিয়ের মঞ্চে হাদি হত্যার বিচার চাইলেন ফরহাদ-মহিউদ্দীন

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক জিএস এস এম ফরহাদ ও এজিএস মহিউদ্দীন খান গতকাল বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। জীবনের এ বিশেষ দিনেও তারা ভুলে যাননি তাদের সহযোদ্ধাকে। বিয়ের মঞ্চে দাঁড়িয়ে তারা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবি করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, বরের সাজে সজ্জিত ফরহাদ ও মহিউদ্দীন হাতে প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে আছেন। সেখানে লেখা ছিল— ‘জাস্টিস ফর হাদি’। ডাকসু নেতা এবি জুবায়ের এসব ছবি পোস্ট করে লেখেন, বিয়ের অনুষ্ঠানেও সহযোদ্ধাকে না ভোলায় ধন্যবাদ। আমরা সবাই হাদি হব ও যুগে যুগে লড়ে যাব।

গতকাল রাত পৌনে ৯টার দিকে ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দীন ফেসবুকে এক পোস্টে জানান, ডাকসুর এজিএস মহিউদ্দীন খান ও জিএস এসএম ফরহাদ আগামীকাল বিয়ে করছেন, ইনশাআল্লাহ। তিনি তাদের জন্য দোয়া ও শুভকামনা জানান ও দাম্পত্য জীবনে বরকতের কামনা করেন।

ডাকসুর দায়িত্ব পালনের পাশাপাশি এসএম ফরহাদ ও মহিউদ্দীন খান ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের যথাক্রমে সভাপতি ও সেক্রেটারির দায়িত্বে রয়েছেন। ফরহাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ইনস্টিটিউটের ২০১৭-১৮ সেশনের ও মহিউদ্দীন লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়