Apan Desh | আপন দেশ

গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৬:৩৮, ৯ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৬:৩৮, ৯ ডিসেম্বর ২০২৫

গণঅভ্যুত্থানের বিজয়কে সুসংহত করতে হবে: মির্জা ফখরুল

ছবি: আপন দেশ

রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য স্বাভাবিক। তবে তা যেন গণঅভ্যুত্থানকে ব্যর্থ না করে- এ বিষয়ে সতর্ক থাকতে হবে। এসময় গণঅভ্যুত্থানে অর্জিত বিজয়কে সুসংহত করার আহবান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে অধ্যাপক ড. মাহবুব উল্লাহ ও তার স্ত্রী সালমা আলো প্রণীত গ্রন্থসমূহের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এ আহবান জানান তিনি।

মির্জা ফখরুল বলেন, মতপার্থক্য থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থানের ত্যাগ যাতে বৃথা না যায়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আরও পড়ুন<<>>ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে বিএনপি: রিজভী

লেখক ও চিন্তাবিদ ড. মাহবুব উল্লাহর অবদান উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম বলেন,  বিএনপির ভিশন ২০৩০ প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ড. মাহবুব উল্লাহ। তিনি জানান, জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্রগঠনের রূপরেখার মূল কাঠামো নির্ধারণের দায়িত্বে ছিলেন মাহবুব উল্লাহ, এবং পুরো প্রক্রিয়ায় তার অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়