রুহুল কবির রিজভী। ফাইল ছবি
ক্ষমতায় গেলে দুর্নীতির বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা করবে বিএনপি। এমন মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিএনপিই একমাত্র দল যারা দুর্নীতিমুক্ত সরকার গড়তে পারবে। মানুষকে সব ভোগান্তি থেকে মুক্তি দেবে।
অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির ৭ দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ আলোচনা সভায় তিনি এ মক্তব্য করেন। এ সময় দলের শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিএনপিই পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে মানুষকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। বিএনপির অঙ্গীকার ফাঁপা নয়।
এ সময় বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের জন্য কাজ করছে; এমন প্রশ্নও তুলেন রিজভী।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































