Apan Desh | আপন দেশ

জাতীয় সরকার গঠন নিয়ে যা বললেন জামায়াত আমীর

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৩:৩৫, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৪:০৪, ৮ ডিসেম্বর ২০২৫

জাতীয় সরকার গঠন নিয়ে যা বললেন জামায়াত আমীর

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির আমীর ডা. শফিকুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ঢাকাস্থ দূতাবাসে কয়েকটি দেশের রাষ্ট্রদূত ও প্রতিনিধির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ তথ্য জানান।

নিজ দলের অবস্থানের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, ‘জাতীয় নির্বাচনে জামায়াত নির্বাচিত হলে জাতীয় সরকার গঠন করবে। নির্বাচনে ২০০ আসনে বিজয় হলেও একই সিদ্ধান্ত থাকবে।’

আরও পড়ুন : দেশে নতুন জোটের আত্মপ্রকাশ, যেসব দল যোগ দিল

জামায়াত আমীর বলেন, ‘নির্বাচন পেছানো কাম্য নয়, কিন্তু কোনো কারণে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশ গভীর সংকটে পড়বে।’

তিনি আরও বলেন, ‘জামায়াত কখনো ধর্মকে ব্যবহার করে না। যারা নির্বাচনকালে তসবি নিয়ে ঘুরে, তারাই ধর্মের ব্যবসা করে।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়