বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান
খুব শিগগিরই প্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার (০২ ডিসেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানান তিনি।
ফেসবুকে রিজভী লেখেন, বাংলাদেশ আজ এক গভীর সংকটময় মুহূর্তে দাঁড়িয়ে। যিনি এ মুহূর্তে পুরো জাতির ঐক্যের শেষ ভরসাস্থল তিনি এখন আইসিইউতে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করছে।
গভীর রাতে এভারকেয়ার হাসপাতালে গিয়ে মির্জা ফখরুল, দেননি কোনো বার্তা।
আরও পড়ুন<<>>এভারকেয়ারে মির্জা ফখরুল, কেমন আছেন খালেদা জিয়া
খুব শিগগিরই প্রিয় মাতৃভূমির উদ্দেশ্যে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
এর আগে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বেড়িয়ে যাওয়ার সময় তিনি গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































