Apan Desh | আপন দেশ

এভারকেয়ারে মির্জা ফখরুল, কেমন আছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৪, ২ ডিসেম্বর ২০২৫

আপডেট: ০৯:৪৫, ২ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ারে মির্জা ফখরুল, কেমন আছেন খালেদা জিয়া

ছবি : আপন দেশ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে গভীর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (০১ ডিসেম্বর) রাতে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনকে সঙ্গে নিয়ে তিনি হাসপাতালে পৌঁছান। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

তবে হাসপাতাল থেকে বেরিয়ে খালেদা জিয়ার স্বাস্থ্যবিষয়ক কোনো মন্তব্যই করেননি মির্জা ফখরুল। নীরব থেকেই রাতের সফর শেষ করেন তিনি।

আরও পড়ুন<<>>খালেদা জিয়াকে ভিআইপি ঘোষণা, নিরাপত্তায় পাবেন এসএসএফ

এর আগে এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা আরো জোরদার করা হয়। প্রধান ফটক ও আশপাশে দেয়া হয় ব্যারিকেড।

এদিকে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (০১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে মোদি লেখেন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জেনে গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশের জনজীবনে বহু বছর ধরে তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার দ্রুত সুস্থতা কামনা করছি। ভারত সম্ভাব্য সব সহায়তা দিতে প্রস্তুত— যেভাবে পারি। 

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়