Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

প্রকাশিত: ১১:৫৭, ১৪ নভেম্বর ২০২৫

আপডেট: ১৩:৫৫, ১৪ নভেম্বর ২০২৫

খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু

ফাইল ছবি

বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন দিনাজপুর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে বৃহস্পতিবার দিনাজপুর সদরের শিশু অ্যাকাডেমিতে আয়োজিত জরুরি সভায় এ ঘোষণা দেয় জেলা বিএনপি। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সভায় সিদ্ধান্ত নেয়া হয়, বেগম খালেদা জিয়ার পক্ষে নির্বাচনি প্রচারণা আজ শুক্রবার থেকে শুরু করা হবে। এদিন প্রতিটি মসজিদে বিএনপি ঘোষিত ৩১ দফা বিষয়ক লিফলেট বিতরণ করা হবে। আগামী কয়েক দিনের মধ্যে সকল অঙ্গ-সহযোগী সংগঠনগুলোকে নিয়ে আরেকটি সভার আয়োজন করা হবে। 

ডা. জাহিদ হোসেন বলেন, নির্বাচনের দিন গণভোট ও সংসদ নির্বাচন একসঙ্গে মিলিয়ে আয়োজন করার ঘোষণা দেয়া হয়েছে, যা জনআকাঙ্ক্ষার প্রতিফলন।

তিনি আরও বলেন, তরুণ ভোটারদের বিষয়ে বিশেষ নজর দেয়া হবে- ১২ কোটি ভোটারের মধ্যে প্রায় ৪ কোটি তরুণ। তাই তাদের কাছে কীভাবে পৌঁছানো যায়, সেদিকে মনোযোগ দেয়া হচ্ছে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়