Apan Desh | আপন দেশ

‘অর্থ-পেশীশক্তির রাজনীতি প্রত্যাখান করেছে জনগণ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮:৫৬, ২৯ আগস্ট ২০২৫

আপডেট: ১৯:১১, ২৯ আগস্ট ২০২৫

‘অর্থ-পেশীশক্তির রাজনীতি প্রত্যাখান করেছে জনগণ’

বক্তব্য দিচ্ছেন এনসিপি নেত্রী তাসনিম জারা। ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য-সচিব তাসনিম জারা বলেছেন, টাকা ও পেশীশক্তি ব্যবহার করে পুরোনো রাজনৈতিক ব্যবস্থাকে প্রত্যাখ্যান করেছে জনগণ। 

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত 'বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৫' এ যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

তাসনিম জারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান শুধুমাত্র রাজনৈতিক নেতৃবৃন্দের পরিবর্তনের জন্য ঘটেনি। বরং পুরো ফ্যাসিবাদী ব্যবস্থা পাল্টে ফেলার জন্যই ঘটেছে।

'রিফর্ম অ্যান্ড রিয়েলিটি: বাংলাদেশ চেঞ্জিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ' বিষয়ক আলোচনায় অংশ নেন তাসনিম জারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক ড. আসিফ শাহানের সঞ্চালনায় এতে আরও অংশ নেন অক্সফোর্ড ইউনিভার্সিটির উন্নয়ন অধ্যয়ন বিভাগের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন।

আলোচনার শুরুতে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের লেকচারার ড. ডেভিড জ্যাকম্যান বাংলাদেশের রাজনীতিতে অর্থ ও পেশীশক্তি প্রভাবক হিসেবে কাজ করে বলে মন্তব্য করেন।

আরওপড়ুন<<>>‘সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো গ্রহণযোগ্য হবে না’

ড. ডেভিড বলেন, প্রত্যেকটি জায়গায় বাংলাদেশে নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে যেভাবে টাকার ব্যবহার হয়, এতে করে চাঁদাবাজির হার বেড়ে যায়। এছাড়া ক্ষমতা দেখানোর সংস্কৃতি বাংলাদেশের রাজনীতির একটি অংশ হয়ে দাঁড়িয়েছে।

এর উত্তরে তাসনিম জারা বলেন, বাংলাদেশের মানুষ যে টাকা ও পেশীশক্তির রাজনীতি আর দেখতে চায় না, তা জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমেই প্রমাণ হয়েছে।

ঢাকা ইনস্টিটিউট অব রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্স (দায়রা) দুইদিনব্যাপী বেঙ্গল ডেলটা কনফারেন্সের আয়োজন করেছে।

আপন দেশ/এমএইচ 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়