Apan Desh | আপন দেশ

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ছাত্রদলের সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩২, ৩ আগস্ট ২০২৫

আপডেট: ১৬:৫৮, ৩ আগস্ট ২০২৫

কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে ছাত্রদলের সমাবেশ শুরু

ছবি: আপন দেশ

রাজধানীর শাহবাগে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশ শুরু হয়েছে।

রোববার (০৩ আগস্ট) বিকেল সোয়া ৩টায় এ সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

ছাত্র সমাবেশে ভার্চুয়ালি যুক্ত আছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া মঞ্চে উপস্থিত আছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতারা।

আরওপড়ুন<<>>জামায়াত আমীরের খোঁজ নিলেন তারেক রহমান

এদিকে, ছাত্র সমাবেশে দেশেরে বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার নেতাকর্মী ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে শাহবাগে পৌঁছান। এতে লোকে লোকারণ্য হয়ে উঠেছে শাহবাগ।

সমাবেশে আগত নেতাকর্মীদের প্রায় সবার মাথায় ব্যান্ড, হাতে জাতীয় পতাকা ও ছাত্রদলের পতাকা। এ সময় ‘তারেক রহমান বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’, ‘জিয়ার সৈনিক এক হও’, ‘স্বৈরাচার নিপাত যাক’, ‘খালেদা জিয়া ভয় নাই’ প্রভৃতি স্লোগান দেন তারা।

সমাবেশে আগত ছাত্রদল নেতারা জানিয়েছেন, জুলাই-আগস্ট গণআন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এ কর্মসূচির মাধ্যমে তারা নতুন এক রাজনৈতিক বার্তা জাতির সামনে তুলে ধরতে চান।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়