
খালেদা জিয়া ও তারেক রহমান। ফাইল ছবি
ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা। একইসঙ্গে আল্লাহর কাছে দোয়া করেন—শোকার্ত পরিবারগুলো যেন ধৈর্য ধারণের শক্তি পায়।
দগ্ধ হয়ে চিকিৎসাধীন শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন খালেদা জিয়া ও তারেক রহমান। তারা জানান, হাসপাতালে চিকিৎসা নেয়া আহতদের খোঁজ রাখা হচ্ছে। দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশে দাঁড়াতে নির্দেশ দিয়েছেন তারা। আহতদের জন্য রক্তদানের আহবানও জানান বিএনপি নেতৃদ্বয়।
ঘটনার পরপরই তারেক রহমানের নির্দেশে ঘটনাস্থলে যান বিএনপি নেতারা। তাদের মধ্যে ছিলেন রুহুল কবির রিজভী, শহীদউদ্দিন চৌধুরী এ্যানি, সুলতান সালাহউদ্দিন টুকু, আমিনুল হক ও রুমন।
এছাড়া, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম একটি মেডিকেল টিম ও অ্যাম্বুলেন্স নিয়ে পৌঁছান দুর্ঘটনাস্থলে। তারা তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় অংশ নেন।
ঘটনার পর থেকেই বিএনপির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন। লন্ডন থেকে সার্বক্ষণিক পরিস্থিতির খোঁজ রাখছেন তারেক রহমান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।