
ইশরাক হোসেন। ফাইল ছবি
কুমিল্লার মুরাদনগরে বিশাল জনসভা করার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার (১৯ জুলাই) সকাল ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।
ইশরাক বলেন, শিগগিরই কুমিল্লার মুরাদনগরে একটি ঐতিহাসিক ও বিশাল জনসভা আয়োজনের প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবারগুলোর খোঁজ-খবর নেয়ার পাশাপাশি হতাশাগ্রস্ত মানুষের কাছে আগামী দিনের শাসনব্যবস্থা ও উন্নয়নের পরিকল্পনা তুলে ধরব ইনশাআল্লাহ।
আপন দেশ/এমএইচ
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।