Apan Desh | আপন দেশ

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৩০, ১৪ জুলাই ২০২৫

সাবেক রাষ্ট্রপতি এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ 

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

আজ ১৪ জুলাই, সোমবার। সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০১৯ সালের এ দিনে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) মারা যান মৃত্যুবরণ করেন তিনি।  প্রয়াত এ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে রংপুরসহ সারা দেশে বিভিন্ন কর্মসূচি নিয়েছে জাতীয় পার্টি ও দলের অঙ্গসংগঠনগুলো।

এদিন সকাল ৮টায় রাজধানীল কাকরাইলের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে কোরআন খতম অনুষ্ঠিত হবে। সকাল ৯টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেল ৪টায় কাকরাইল কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা শেষে শোকযাত্রা বের হবে। এছাড়া সারা দেশে জাতীয় পার্টি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এরশাদের মৃত্যুবার্ষিকী পালন করা হবে।

দলটির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসির জানান, এরই মধ্যে দলের চেয়ারম্যান জি এম কাদের, সাধারণ সম্পাদক ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারীসহ কেন্দ্রীয় নেতারা রংপুরে এসেছেন।

ইয়াসির জানান, দিনটি উপলক্ষে সকাল ৬টায় রংপুর নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, সকাল ৬টা থেকে শুরু করে বিকাল ৪টা পর্যন্ত নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে কোরআন তিলাওয়াত মাইকযোগে প্রচার, সকাল ১১টায় নগরীর পল্লী নিবাসে সমাধি অঙ্গনে কোরআন তিলাওয়াত, এরশাদের বিভিন্ন সময়ের ভাষণ প্রচার, কবর জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনাসভা ও তবারক বিতরণ, বাদ আসর নগরীর বিভিন্ন মসজিদ-মাদরাসায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

হুসেইন মুহম্মদ এরশাদ ১৯৩০ সালের ২০ মার্চ বর্তমান কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় তার নানার বাড়িতে জন্ম নেন। তার পৈতৃক নিবাস অবিভক্ত ভারতের কোচবিহার জেলার দিনহাটা মহকুমা শহরে। তার বাবার নাম মৌলভি মকবুল হোসেন। পরে তারা কোচবিহার থেকে রংপুরে চলে আসেন।

এদিকে দল থেকে অব্যাহতি পাওয়া ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও এ বি এম রুহুল আমিন হাওলাদার পল্লীবন্ধু এরশাদ স্মৃতি সংসদের ব্যানারে গুলশানে ইমানুয়েল কনভেনশন হলে স্মরণ সভার আয়োজন করেছেন। বেগম রওশন এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদ সকাল ১০টায় সেগুনবাগিচার জে কে টাওয়ারের হল মিলনায়তনে স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন। এ ছাড়াও রাজধানীর বারিধারার ডিপ্লোমেটিক জোনে এরশাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রেসিডেন্ট পার্কে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করেছেন এরশাদপুত্র এরিক এরশাদ। এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ আজ এই অনুষ্ঠানসহ একাধিক অনুষ্ঠানে জাতীয় পার্টির বিষয়ে নতুন বার্তা দেবেন বলে জানা গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়