Apan Desh | আপন দেশ

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৫, ১৩ জুলাই ২০২৫

আপডেট: ১০:৫১, ১৩ জুলাই ২০২৫

ককটেল বিস্ফোরণের প্রতিবাদে নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ

ছবি : আপন দেশ

রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে দলটির নেতাকর্মীরা। শনিবার (১২ জুলাই) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল করা হয়।

এর আগে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা হাসিনার কাজ। আপনারা যে পথে হাঁটছেন, এটা শেখ হাসিনার পথ। তারা শেখ হাসিনার পথে হাঁটছে আর ভাবছে এ পথ সাকসেস। এ পথ যদি সাকসেস হতো, তাহলে তো বিএনপি নিশ্চিহ্ন হয়ে যেত। বিএনপিকে দমন করা যায়নি। শত শত মামলা বোমা মেরে কিংবা ককটেল মেরে বিএনপি নেতাকর্মীদের দমানো যায়নি। বিএনপিকে কেউ দমন করতে পারবে না।

প্রকাশ্যে না দেখলেও আন্দাজ করতে পারি উল্লেখ করে তিনি বলেন, আমাদের রাজনীতির দর্শন হচ্ছে স্বাধীনতার চেতনা। এ দর্শন বিএনপির সকল নেতাকর্মীর রক্তে প্রবাহিত। একাত্তরে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা, তেমনি বেগম খালেদা জিয়া এরশাদের মতো গণতন্ত্র হত্যাকারীর হাত থেকে গণতন্ত্র রক্ষা করেছেন। এবং ২০২৪ সালে ছাত্র-জনতার আন্দোলনে জনতাকে সংগঠিত করেছে তারেক রহমান। সেই দলকে ভয় দেখাবেন।

বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, অনেক ঘটনায় দেখা যাচ্ছে রাষ্ট্রের গভীর থেকে পরিকল্পিতভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে। পানি ঘোলা করে লাভ নেই। জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করা যাবে না। দুই একটা ককটেল মেরে বিএনপিকে ভয় দেখাবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে রাত ১০টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আধা ঘণ্টার ব্যবধানে পুলিশের উপস্থিতিতে ককটেল ছুঁড়ে মারে দুষ্কৃতিকারীরা। এসময় বিকট শব্দে কেঁপে উঠে ওই এলাকা।

এদিকে বিএনপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণে ঘটনা নিশ্চিত করে পল্টন থানার ওসি নাসিরুল আমীন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তপূর্বক জানার চেষ্টা চলছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টেংরাটিলায় বিস্ফোরণের ক্ষতিপূরণ পাচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা হ্যাঁ/না ভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না শেরপুরে সংঘর্ষের ঘটনায় সংশ্লিষ্ট ইউএনও-ওসিকে প্রত্যাহার পদ্মা সেচ প্রকল্প পুনরুজ্জীবিত করার প্রতিশ্রুতি তারেক রহমানের পডকাস্টে আগামীর বাংলাদেশের রোডম্যাপ শোনাবেন তারেক রহমান তারেক রহমান উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন আজ আরও ১৩ নেতা এনসিপি ছাড়লেন ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় তেহরানের প্রতি কূটনৈতিক চাপ বাড়ানোর বার্তা ট্রাম্পের ছাদখোলা বাসে ঘরে ফিরবেন সাবিনারা ভরিতে ১৬২১৩ টাকা বাড়িয়ে রেকর্ড দাম নির্ধারণ শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি ই-ভ্যাট সিস্টেমের সেবা সাময়িক বন্ধ থাকবে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কবার্তা