Apan Desh | আপন দেশ

এনসিপি নির্বাচনী জোটে যাবে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:০৮, ৩০ এপ্রিল ২০২৫

আপডেট: ১৭:১৪, ৩০ এপ্রিল ২০২৫

এনসিপি নির্বাচনী জোটে যাবে না: নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো নির্বাচনী জোটে যাবে না বলে জানিয়েছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম। বুধবার (৩০ এপ্রিল) গণসংহতি আন্দোলন ও এনসিপির মধ্যকার বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, সংবিধানের মৌলিক বিধান পরিবর্তন করতে হলে অবশ্যই জনগণের ম্যান্ডেট নিয়েই পরিবর্তন করতে হবে। তাহলে সেটা টেকসই হবে।

তিনি বলেন, নির্বাচনের সময়সীমা নিয়ে সরকার যে টাইমফ্রেম প্রস্তাব করেছে প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করি আমরা। তবে তার আগে মৌলিক সংস্কারের প্রশ্ন ও আওয়ামী লীগের বিচারের প্রশ্নের বিষয়ে সুরাহা হতে হবে।

আরওপড়ুন<<>>এনসিপির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: উমামা ফাতেমা 

এনসিপি আহবায়ক বলেন, সংস্কারের বিষয়ে আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচনের ক্ষেত্রেও আমাদের দাবি গণপরিষদ নির্বাচন।

দলের কর্মপরিকল্পনা নিয়ে নাহিদ ইসলাম বলেন, দল হিসেবে আমরা এ বিষয়গুলোতেই ফোকাস করতে চাই। আমরা যেহেতু জুলাই অভ্যুত্থান থেকে উঠে এসেছি, সেজন্য আমরা মনে করি আমাদের এজেন্ডা মৌলিক সংস্কার ও ন্যায়বিচার।

আমরা সেই এজেন্ডার ভিত্তিতেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বসছি।সেটার ভিত্তিতে মাঠের ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য হতে পারে। তবে নির্বাচনের জন্য আমরা এখনও কোনো ঐক্যে যাচ্ছি না বলেও জানান তিনি।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

জনপ্রিয়