 
										ছবি: আপন দেশ
প্রিজনভ্যান, ডোন, সিসি ক্যামেরা, হাজারো পুলিশের ঘেরা রাজধানীর নয়াপল্টন বিএনপি কার্যালয়। এমন পরিবেশে ও বাধা উপেক্ষা করে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
সরকারের পদত্যাগের দাবিতে আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) মহাসমাবেশকে কেন্দ্র করে একদিন আগেই কার্যালয়ের সামনে জড়ো হতে দেখা যায় তাদের। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা।
শুক্রবার (২৭ অক্টোবর) জুমার নামাজের পর থেকেই মূলত সেখানে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। সন্ধ্যায় নয়াপল্টনে কয়েক শ’ নেতাকর্মীর উপস্থিত লক্ষ্য করা যায়।
এদিকে, সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। বিএনপির কার্যালয়ে নেতাকর্মীর সংখ্যা বাড়ায় পুলিশ সদস্যদের সংখ্যাও বেড়েছে। বাড়তি নিরাপত্তায় বৈদ্যুতিক খুঁটিতে স্থাপন করা হয়েছে ক্যামেরা।
আপন দেশ/এবি
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































