ছবি : আপন দেশ
র্যাবের টিএফআই সেলে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক, আসাদুজ্জামান খান কামাল ও সাবেক-বর্তমান ১১ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পিছিয়েছে। নতুন করে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
রোববার (২১ ডিসেম্বর) সকালে মামলায় গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এরপর অব্যাহতি চেয়ে এক আসামির আইনজীবী শুনানির সুযোগ চেয়ে আবেদন করলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এ দিন ঠিক করেন।
আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৩ ডিসেম্বর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি শেষ করে রাষ্ট্রপক্ষ। শুনানিতে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম গুম-নির্যাতনের বীভৎস চিত্র তুলে ধরেন।
আরও পড়ুন : চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ
সেনা কর্মকর্তাদের আইনজীবীরা তাদের নির্দোষ দাবি করে অব্যাহতি চেয়েও শুনানি করেন।
গ্রেফতার ১০ সেনাকর্মকর্তার মধ্যে একজনের আইনজীবী রোববার আদালতকে জানান, তারা অব্যাহতির আবেদনের শুনানির সুযোগ পাননি। এতেই অভিযোগ গঠনের আদেশ পিছিয়ে যায়।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































