আনিস আলমগীর। ছবি : আপন দেশ
সিনিয়র সাংবাদিক আনিস আলমগীর কিছু বিষয় জিজ্ঞাসাবাদে উত্তর দিতে না পারায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ডিবি প্রধান শফিকুল ইসলাম।
সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাতে তিনি এসব কথা বলেন।
শফিকুল ইসলাম বলেন, ‘সাংবাদিক আনিস আলমগীর গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদে কিছু বিষয়ে উত্তর দিতে পারেননি। তাই তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।’
এর আগে সোমবার রাতে ধানমন্ডি এলাকা থেকে আনিস আলমগীরকে ডিবি কার্যালয়ে আনা হয়।
আরও পড়ুন : খালেদা জিয়ার শারীরিক অবস্থা যা জানা গেল
ডিবি কার্যালয় থেকে মোবাইলে সাংবাদিক আনিস আলমগীর গণমাধ্যমকে জানান, ধানমন্ডি এলাকার একটি জিম (ব্যায়ামাগার) থেকে আমাকে নিয়ে আসা হয়। ডিবির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের প্রধান আমার সঙ্গে কথা বলবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































