Apan Desh | আপন দেশ

মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক 

প্রকাশিত: ১৫:৪৬, ৮ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৫:৪৯, ৮ ডিসেম্বর ২০২৫

মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ

ছবি: আপন দেশ

রংপুরের তারাগঞ্জে নিজ বাড়িতে মুক্তিযোদ্ধা ও তার স্ত্রী খুনের  ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

নির্বাচনের আগে এমন ঘটনা বাড়ছে-এমন মন্তব্যে তিনি বলেন, এসব ঘটনা ঘটছে আমি অস্বীকার করি না। তবে নির্বাচন সামনে বলে সব ঘটনা একেবারে বন্ধ হয়ে যাবে, এটাও বলা যায় না। যদি আমার কাছে কোনো ম্যাজিক থাকত, সুইচ টিপে সব বন্ধ করে দিতাম। কিন্তু আমার কাছে সে ম্যাজিক নেই।

সোমবার (০৮ ডিসেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ তিনি একথা জানান। 

আরও পড়ুন<<>>রিজার্ভ চুরি মামলার প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ

নির্বাচনের প্রস্তুতির সংক্রান্ত বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের প্রস্তুতি ভালো। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর একটি নির্বাচন করতে যা দরকার সব করা হচ্ছে। এজন্য পুলিশ বাহিনীকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যা জানুয়ারিতেই শেষ হচ্ছে। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের জন্য বডি অন ক্যামেরা দেয়া হচ্ছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রে বিদ্যুতের ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যেসব এলাকায় বিদ্যুৎ নেই, সেখানে বিকল্প ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে তিনি জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়, আগের সময় থেকে আধাঘণ্টা বাড়ানো হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়