Apan Desh | আপন দেশ

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছেন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:২৮, ৩ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার চিকিৎসায় চীনা বিশেষজ্ঞ দল ঢাকায় পৌঁছেছেন 

খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে দেশজুড়ে উদ্বেগ। চিকিৎসার জন্য বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দল এসেছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস তাকে দেখতে হাসপাতালে যান। এর আগে তিন বাহিনীর প্রধানরাও তার খোঁজখবর নেন।

বুধবার (০৩ ডিসেম্বর) রাতে ঢাকায় পৌঁছেছেন চার সদস্যের চীনা বিশেষজ্ঞ চিকিৎসক দল। তারা খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তা করবেন। এ বিশেষজ্ঞ দলটি সরাসরি এভারকেয়ার হাসপাতালে পৌঁছে। রাত ১০টা ১০ মিনিটে তাঁরা হাসপাতালে প্রবেশ করেন।

চীনা চিকিৎসক দলকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি হাসপাতালের নিচতলায় তাদের অভিনন্দন জানান। এর আগে বিমান বন্দরে সাবেক সচিব আব্দুল খালেক তাদের স্বাগত জানিয়েছেন। এ চীনা দল এখন হাসপাতালের মেডিকেল বোর্ডের সঙ্গে আলোচনা করবে। এরপর তারা চিকিৎসার পরবর্তী দিকনির্দেশনা দেবে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসও খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন। বুধবার সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান। সন্ধ্যা সাতটার পর তিনি এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালের নিচ থেকে তাঁকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭টা ৭ মিনিটে তিনি প্রধান উপদেষ্টাকে বরণ করে নেন। অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার তাকে সরাসরি চেয়ারপারসনের কক্ষে নিয়ে যান।

এর আগে মঙ্গলবার (০২ ডিসেম্বর) রাতে তিন বাহিনীর প্রধানরা এভারকেয়ার হাসপাতালে গিয়েছিলেন। রাত আটটার পর তারা সেখানে পৌঁছান। তারাও খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নেন। মেডিকেল বোর্ডের সদস্যদের কাছ থেকে তাঁরা চিকিৎসার অগ্রগতি সম্পর্কে জানতে চান। রাত ৯টা ২০ মিনিটে তারা হাসপাতাল থেকে বিদায় নেন।

৮০ বছর বয়সী খালেদা জিয়া অনেক দিন ধরে বিভিন্ন রোগে ভুগছেন। তিনি হৃদ্‌রোগ, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসের মতো জটিলতায় আক্রান্ত। এছাড়া তার লিভার সিরোসিস এবং কিডনির সমস্যা রয়েছে। 

শ্বাসকষ্ট দেখা দিলে গত ২৩ নভেম্বর রাতে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তখন থেকেই তিনি দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন। তার চিকিৎসার জন্য একটি বিশেষ মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়