Apan Desh | আপন দেশ

‘বিজয় দিবসে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৮, ১৯ নভেম্বর ২০২৫

আপডেট: ১৫:২১, ১৯ নভেম্বর ২০২৫

‘বিজয় দিবসে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই’

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী

আগামী ১৬ জাতীয় ও বিজয় দিবস উদযাপনে কোনো ধরনের নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (১৯ নভেম্বর) দুপুরে সচিবালয়ে মহান বিজয় দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা সভা শেষে তিনি এ কথা জানান।

শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডাদেশ দেয়ার পর বিজয় দিবস উদযাপনে কোনো নাশকতা কিংবা অন্য কোনো সমস্যা আছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, রায়ের পরে কোনো ধরনের অস্থিরতা সৃষ্টি হয়নি। বিজয় দিবসেও কোনো নাশকতার শঙ্কা নেই।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগেও যেভাবে হয়েছে এবারও একইভাবে হবে। বরং আগের থেকে আরও বেশি হবে। তবে গতবারও প্যারেড হয়নি, এবারও প্যারেড হচ্ছে না।

আরও পড়ুন<<>>‘নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর চেয়েও রাজনৈতিক দলের ভূমিকা বড়’

তিনি আশা প্রকাশ করে বলেন, জাতীয় বিজয় দিবস যেন সবাই ভালোভাবে উদযাপন করতে পারে।

গ্রেফতারি পরোয়ানা ছাড়া কাউকে উঠিয়ে নেয়া ঠিক না হলেও গতকাল রাতে একজন সাংবাদিককে ডিবি পরিচয়ে বাসা থেকে তুলে নেয়া হয়। পরে বুধবার সকালে তাকে ছেড়ে দেয়া হয়েছে। এ বিষয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ জিনিসটা আপনার কাছে প্রথম শুনলাম, ইনভেস্টিগেশন করার পর হয়তো আমি জানতে পারবো।

এক্ষেত্রে পুলিশের অপরাধ হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আগে আমি দেখবো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ
SS Power

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়